পাহাড়ি শহর লিসবনে যখন পাহাড়ের চড়াই, উৎরাই, খাড়াই শহরের মানুষের চলার গতি ধীর করে দেয়, পরিশ্রম বাড়িয়ে দেয়, মাল বহনে পাহাড়ের খাড়া ঢাল অন্তরায় হয়ে দাঁড়ায় তখন সমাধান কি? গাড়ি তো তখন ছিল না, তাহলে!
লিসবনের মানুষ পাহাড়ের এই অহং যে সহ্য করতে পারে নি। সমাধান তৈরি করে নিয়েছে। লিসবন শহরের নিচু অঞ্চল Baixa র রাস্তার সঙ্গে Santa Justa Lift দিয়ে পাহাড়ের উঁচু অঞ্চল Carmo Square কে জুড়ে দিয়েছে, যেহেতু উপরের Carmo Square এর সঙ্গে এর যোগাযোগ তাই Elevador do Carmo নামেও পরিচিত এই লিফট।
লিসবন শহরের Baixa অঞ্চলের অলি গলির মধ্যে, প্রচুর দোকানের ভিড়ে অতি অনায়াসে এই লিফটকে হারিয়েও ফেলা যায়, তবে একটু লক্ষ্য করলেই দেখা যায় প্রচুর টুরিস্ট Rua de Santa Justa খুঁজে সেই পথেই হেঁটে চলেছে, এই পথের শেষে অতি প্রাচীন এক লোহার লিফট এই Santa Justa।
এই Santa Justa লিফট, লিসবন বাসীর প্রতিদিনের যোগাযোগ ব্যবস্থা, কিন্তু এর ঐতিহাসিক রূপ, অবস্থান একে টুরিস্টদের কাছে আকর্ষণীয় করেছে। ১৯০২ এ এই লিফট প্রথম সাধারণ মানুষকে নিয়ে চলাচল শুরু করেছিল। সেই সময়ে অন্য যে কয়েকটা এই ধরণের লিফট চালু হয়েছিল, তার মধ্যে Santa Justa লিফট আজও চলছে।
আজও প্রাচীন পদ্ধতিতেই লিফট চালানো হয়, বিশাল এই লিফট বহু পুরনো ইঞ্জিনের আওয়াজ করতে করতে একদল উৎসাহী টুরিস্টকে উপরে পৌঁছে দেয়। এই লিফট চলাচলের আবার সময় সূচিও আছে। সন্ধ্যার পরে লিফট চলাচল বন্ধ হয়ে যায়। রীতিমত টিকিট কেটেই এই লিফটে চড়তে হয়।
উপরে পৌঁছে নীচের লিসবন শহরের প্রসার, রোশিও স্কোয়ার, Praça do Comércio, Tagus নদীর বিস্তার, নীচের রাস্তার জনস্রোত দেখতে দেখতে নীল সন্ধ্যা নামে লিসবনের বুকে। মৃদু ঠাণ্ডা হাওয়া বয় Tagus নদীর বুক ছুঁয়ে। দূর পাহাড়ের উপর São Jorge প্রাসাদে আলো জ্বলে ওঠে। নীল সন্ধ্যায় হলুদ আলো গুলো একে একে জ্বলে ওঠে, কেমন এক ঐতিহাসিক পরিবেশ তৈরি হয় – ভালো লাগে।
Santa Justa লিফটের বেলকনির কিনারায় একবিংশ শতাব্দীর এই সন্ধ্যায় দাঁড়িয়ে বিগত সমস্ত শতাব্দী ধরে পৃথিবীর মানুষের সৃষ্টি, ইতিহাসের সাক্ষী হয়ে এক অদ্ভুত আবেগে বিমোহিত যায় মন, ইচ্ছে জাগে পৃথিবীর বুকে নিজের উপস্থিতির কথা গুড়ো গুড়ো করে ছড়িয়ে দিতে।