বদল

পাহাড়ের বুকে সেই ঝর্ণা আজও সমান ছন্দে,  সমান বেগে, সমান সুর তুলে বয়ে চলেছে – কিছুই বদলায় নি ওর। শুধু বদলে গেছি আমি, বদলে গেছে জীবন, যাপন।

বদল কি ভালো? জানি না। হয়তো ভালো, হয়তো বা ভালো নয় – বদল মানুষকে কোন এক অনিশ্চয়তার মুখোমুখি এনে দাঁড় করায় – জীবনও তো তাই – বদল, পরিবর্তন, অনিশ্চয়তা। আর এতেই জীবন পরিপোক্ত হয়, পরিণত হয়। আর বদলই তখন নিয়ম – তাই, বদলাই আমি প্রতিনিয়ত। জীবন বদলায় অবিরত।  

Posted in Uncategorized | Tagged , | এখানে আপনার মন্তব্য রেখে যান