December 2013
ঝরা পাতা গো আমি তোমারি দলে…
শীতের ধূসর স্তব্ধ দিনে তুলুসের প্রতিটি গাছের পাতায় রঙের খেলা, ধীরে ধীরে রঙিন পাতা ঝরা দেখে দেখে মনে এক উদাসীনতার ছোঁয়া লাগে – জীবন থেকেও এক এক দিন গাছের এক একটি পাতার মতো ঝরে যায়, কনকনে ঠাণ্ডা ঘূর্ণি হাওয়া শুকনো পাতা সঙ্গে নিয়ে বয়ে যায় কিছু দূর – প্রকৃতির এই আনমনা খেলা দেখে খুব বেশী নস্টালজিক হই। ভাবুক মন যেন হঠাৎ সম্বিৎ ফিরে পায়।
জীবনের এই তো নিয়ম – গাছের প্রতিটি ঝরে যাওয়া পাতার জায়গায় নতুন পাতা গজানোর এক তীব্র অঙ্গীকার থাকে, আর জীবনেরও সেই অঙ্গীকার। আবার কখনো বা হয়তো জীবনধারণের জন্যে একটু উদাসীনতার প্রয়োজন, নিজের পারিপার্শ্বিকতার প্রতি একটু উদাসীনতা হয়তো জীবনকে এগিয়ে নিয়ে যায় নূতনত্বের খোঁজে, পরিণতির দিকে।
তুলুসের চারিদিকের গাছের পাতা ঝরে গিয়ে এখন তুলুস যেন সবুজ হলুদ কমলা রঙের এক ক্যানভাস। যেদিকে তাকাই শুকনো পাতায় রঙের খেলা দেখে মনে হয় শিল্পী হলে অবশ্যই তুলি ধরতাম। তবে শিল্পী মনের ছোঁয়া পেতে ক্যামেরা ধরতে পিছপা হই না। উজ্জ্বল দিনে উদার নীল আকাশের প্রেক্ষাপটে উজ্জ্বল হলুদ-কমলা উদার প্রকৃতির সৃষ্টিশীলতা ধরা পড়ে আমার ক্যামেরায়।
আমার মনে হয় শুকনো পাতায় রঙের এই মারকাটারি খেলা, পাতা ঝরার দার্শনিকতা, ঝরা পাতার জীবনদর্শন যুগে যুগে বহু বিখ্যাত কবি, সাহিত্যিক, শিল্পীকে প্রেরণা জুগিয়েছে। কেউ ধরেছেন কলম, কেউ তুলেছেন তুলি, আবার কেউ লিখেছেন গান, কবিতা আর সৃষ্টি করে গেছেন অনবদ্য সব সৃষ্টি আর সেই সব সৃষ্টির আবেদন আজকের তীব্র গতিময় পৃথিবীতেও বিন্দুমাত্র ফিকে হয় নি, বরং সেই পুরাতন সৃষ্টি আরও চিরন্তন রূপে নবীন ভাবে ধরা দিয়েছে।
darun likhechen ……………
dhanyobad…