অমবশ্যার কালো রাতে তারাদের টিমটিমে মৃদু আলোয় পথ চিনতে চিনতে চলে গিয়ে ভোরের দরজায় পৌঁছনো – না এই গল্পটা সবার এক নয়। পথ চেনার লড়াইটাও সবার এক নয়। প্রত্যেকের গল্প আলাদা, অনুভব, লড়াই, চেতনা আলাদা, সাফল্য আলাদা। কারোর সফলতার সঙ্গে কারোর সফলতার গল্পের কোন মিল নেই।
আসলে সফলতাকে কখনোই অন্যের সাফল্যের সঙ্গে তুলনা করতে নেই। সাফল্য সবার ব্যক্তিগত এক পাওনা – একান্তই নিজের এক অনুভূতি।
একটি ঝিনুকের তুলতুলে নরম দেহে এক কণা বালু ঢুকেছিল। ঝিনুক প্রচণ্ড ব্যথায়, কষ্টে কাতরে উঠেছিল – কিন্তু ঝিনুকের কিছুই করার ছিল না। সেই বালু কণাকে ঝিনুক কিছুতেই বের করতে পারছিল না। ঝিনুক তখন কি করল? সেই বালু কণাকে কেন্দ্র করে একটু একটু করে তার কষ্ট জমা করতে শুরু করেছিল – একদিন দেখে সেই কষ্টের রূপ এক অপূর্ব মুক্তোয় পরিণত হয়ে গেছে। পৃথিবী অবাক হয়ে সেই মুক্তোর গুণগান করতে শুরু করল।
পৃথিবী সর্বদাই মুক্তো দেখে, অবাক হয় – কিন্তু কখনোই সেই বালুকণাকে কেন্দ্র করে জমতে থাকা মুক্তোর কথা দেখে না, দেখতে চায় না, জানতে চায় না।
তেমনি, পৃথিবী সর্বদাই মানুষের সফলতার গল্পকে দেখে, সাফল্যকে দেখে। কিন্তু, সেই সাফল্যের জন্যে দীর্ঘ ধৈর্য, অধ্যবসায়, তিতিক্ষাকে কখনোই দেখে না।