The shark that does not swim, drowns.
যে হাঙ্গর সাঁতার কাটে না, ডুবে যায়।
শুনেছি প্রবাদটি রাশিয়ার। সঠিক জানি না, সত্যিই এই প্রবাদটি রাশিয়ার কিনা, তবে আমি যখন প্রবাদটি প্রথম শুনেছিলাম – ভালো লেগেছিল।
হাঙ্গরকে সমুদ্রের সবচেয়ে ক্ষমতাশীল ও ভয়ংকর প্রাণী বলে গণ্য করা হয়, কিন্তু, সেই হাঙ্গরকেও সমুদ্রে বেঁচে থাকতে গিয়ে ক্রমাগত সাঁতার কেটে যেতে হয় – কথাটার মধ্যে জীবনের যে বড় এক সাদৃশ্য আছে।
প্রতি মুহূর্তে জীবন আমাদের লড়াই করতে বাধ্য করে। সবসময় লড়াইটা যে পারিপার্শ্বিক অবস্থার সঙ্গে তা নয় – অনেক সময়ই নিজের সঙ্গে নিজের এক লড়াই। নিজের চিন্তা ও দুশ্চিন্তার সঙ্গে লড়াই। নিজেকে প্রতিষ্ঠানের লড়াই, নিজের বিষন্নতার সঙ্গে লড়াই – আর প্রতিদিনের সেই টুকরো টুকরো লড়াই গুলো জুড়েই তৈরি হয় জীবন যুদ্ধ। আর সেই জীবন যুদ্ধ জিতে নিতে হলে জীবন সমুদ্রে সাঁতার যে কাটতেই হয়।