শিকাগো লুপ এর অন্যতম প্রধান আকর্ষণ মিলেনিয়াম পার্ক। আর এই পার্কের কেন্দ্রে, মিশিগান অ্যাভিনিউ ও কলম্বাস অ্যাভিনিউ এর মাঝে, দেখা যায় দুইটি চতুর্ভুজ আকারের কাঁচের ইট দিয়ে তৈরি স্তম্ভ- আর এই স্তম্ভই শিকাগো শহরের বিখ্যাত আধুনিক ফোয়ারা – ক্রাউন ফোয়ারা। এই আধুনিক ফোয়ারার নক্সা দিয়েছিলেন স্প্যানিশ আর্টিস্ট Jaume Plensa ।
প্রথম দিকে এই দুই স্তম্ভের উচ্চতা নিয়ে স্থানীয়দের মধ্যে একটু অসন্তোষ ছিল, কিন্তু, ধীরে ধীরে এই দুই স্তম্ভ ফোয়ারা স্থানীয়দের মন জয় করে ফেলেছে। আজ শিকাগো লুপের এক অন্যতম টুরিস্ট আকর্ষণ এই – ক্রাউন ফোয়ারা।
উঁচু এই দুই স্তম্ভের পর্দায় শিকাগো শহরের নানা বয়সের মানুষের মুখ ফুটে ওঠে, আর সেই মুখ কখনো ভাবলেশহীন, কখনো হাসিখুশি, কখনো বা গম্ভীর। খুব উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যামেরা দিয়ে শিকাগোর নানা বয়সের মানুষের মুখের ছবি তুলে সেই ছবি এই বিশাল ক্রাউন ফাউন্টেনে দেখানো হয়। প্রতি মুহূর্তে সেই ছবি গুলো বদলে বদলে যায়। নানা মানুষের মুখের ছবি বেয়ে ঝর্ণার মত জল ঝরে পড়ে।
সেই জল কালো গ্রানাইট পাথরে তৈরি এক স্বচ্ছ পুলে এসে জমা হয়। যে পুলে শিকাগো শহরের প্রতিবিম্ব দেখা যাওয়ার কথা। অবশ্য যদি সেই পুলের জল স্থির থাকে। কিন্তু, বেশীরভাগ সময়েই মানুষের আনাগোনায়, ছোট ছেলেমেয়েদের জল খেলায়, সেই পুলের জল স্থির হওয়ার অবকাশ পায় না। সামারের ছুটির দিনে ছোট ছোট ছেলেমেয়ের দল এই ফোয়ারার জলে ভিজে ভিজে খেলতে খুবই ভালোবাসে।
সাধারণত ইউরোপের যে কোন ফোয়ারায় কোন এক ভাস্কর্য – যেমন, সমুদ্র ঘোড়া, মাছ, কচ্ছপ ইত্যাদি থাকে, যারা মুখ দিয়ে ফোয়ারার জল ছাড়ে, অনেকটা রূপকথা থেকে উঠে আসা চরিত্র – এটাই প্রথা। কিন্তু, শিকাগোর মত শহরের আধুনিক ফোয়ারার মধ্যে আধুনিকতার অভিনবত্ব তো থাকতেই হবে। তাই, শিকাগো শহরের কেন্দ্রে, আলো, কাঁচ ও জল নিয়ে যে ফোয়ারা তৈরি হয়েছে – তা আধুনিকতার দিক থেকে সত্যিই এক অভিনব নিদর্শন, যা দেখতে প্রতিদিন প্রচুর মানুষ এই ফোয়ারার নিচে আসে।
For International & Domestic Air Ticket, Indian Domestic Air, Train, Bus Tickets and doctor appointment Please contact with us
Smile Travels
01861956971
http://www.smiletravelsbd.com