সাধারণত প্রাচীন রোমে ও ইউরোপের অন্যান্য জায়গায় অন্য দেশের শত্রুর বিরুদ্ধে যুদ্ধ জয়ের আনন্দ ও সাফল্য প্রকাশের জন্যে বিজয় তোরণ তৈরি হতো। কিন্তু, রোমের কলোসিয়াম ও Palatine পাহাড়ের মাঝে যে বিশাল আকারের বিজয় তোরণটি দেখা যায় – Arch of Constantine, তা কিন্তু শত্রুকে পরাজিত করার আনন্দে তৈরি হয় নি। তৈরি হয়েছিল, আরেক রোমানকে পরাজিত করার আনন্দে।
কন্সতান্তিনের সময়ে রোমের সময় ছিল খুবই খারাপ, কঠিন। গৃহ যুদ্ধ রোমকে জর্জরিত করে দিয়েছিল, আর সেই গৃহযুদ্ধের প্রধান ছিল রোমান সম্রাট Maxentius। কন্সতান্তিন সেই দীর্ঘ গৃহ যুদ্ধে Maxentius কে পরাজিত করে, রোমের গৃহ যুদ্ধকে শক্ত হাতে দমন করে, রোমের সমস্ত শাসন ক্ষমতা নিজের হাতে নিয়ে এসে, রোমের সম্রাট হিসাবে নিজেকে স্থাপন করেছিল।
আর, সেই যুদ্ধে তার সাফল্য প্রকাশের জন্যে এই বিজয় তোরণ তৈরি করেছিল। রোমের এই একমাত্র বিজয় তোরণ, যা কিনা এক রোমান আরেক রোমানকে পরাজিত করার উল্লাসে তৈরি হয়েছে, রোমের সেই গৃহ যুদ্ধ জয়ের প্রতীক। আর তাই, এই বিজয় তোরণকে একটু ভালো করে লক্ষ্য করলে দেখা যায়, তোরণের নীচের দিকে পাথরে খোদাই করা পরাজিত পরিবার, সম্রাটের কাছে আত্ম সমর্পণ করেছে – সম্ভবত গৃহযুদ্ধে পরাজিত পক্ষের পরিবার।
সাধারণত, গৃহ যুদ্ধের পরেই, বিপর্যস্ত জনজীবনে সরকার কিংবা শাসক বা সম্রাট ও রাজার প্রতি জনসাধারণের বিশ্বাস ফিরিয়ে আনা খুব একটা সহজ কাজ নয়।
কিন্তু, রোম সম্রাট কন্সটান্তিন গৃহ যুদ্ধের পরে, তার উপরে রোম রাজ্যবাসীর বিশ্বাস ফিরিয়ে আনার জন্যে চেষ্টার কোন ত্রুটি রাখে নি, নিজেকে ভালো, যোগ্য, সাহসী সম্রাট প্রমান করার জন্যে সে নিজেকে রোমের অতীতের ভালো সম্রাটদের সঙ্গে শুধু তুলনা করেই থেমে থাকে নি, এই বিজয় তোরণে রোমের অতীতের স্বর্ণ যুগের ভালো ও নামী সম্রাট যেমন Trajan, Hadrian, Marcus Aurelius এদের সময়ের সমস্ত ভালো প্রতীক ও জিনিস তার এই বিজয় তোরণে ব্যবহার করেছিল, অনেকটা যেন রোমের অতীতের সমস্ত জিনিস জুড়ে দিয়ে এক কোলাজ তৈরি করে, নিজের শৌর্য প্রমান করার চেষ্টা করেছিল – আর সেই চেষ্টারই নিদর্শন এই আর্চ অফ কন্সটান্টিন, সবচেয়ে বড় রোমান বিজয় তোরণ, যা আজও রোম দেখতে আসা লক্ষ লক্ষ মানুষকে অভিভূত করে, আশ্চর্যান্বিত করে।