আসলে পৃথিবীতে এসে বেঁচে থাকার লড়াইটা সবাইকে নিজেকেই করতে হয়। পৃথিবীর বুকে বেঁচে থাকার, নিজের অস্ত্বিত্ব বজায় রাখার, নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার লড়াইটা মানুষের একান্তই নিজস্ব এক যুদ্ধ – জীবন যুদ্ধ, আর সেই জীবন যুদ্ধে মানুষ কিন্তু সম্পূর্ণ একা।
সে গলির মোড়ে যে লোকটি চা বিক্রি করছে বা জুতো সেলাই করছে তাঁর যেমন একাকী লড়াই, তেমনি যে রাজপ্রাসাদে সোনার চামচ মুখে নিয়ে জন্মেছে তারও একাকী লড়াই। আর সেই একাকী লড়াইয়ের জন্যে মানুষকে একদম ছোট্ট বয়স থেকে তৈরি করে দেয় আমাদের পরিবার পরিজন, স্কুল, সমাজ। তাদের কাজ যে কোন শিশুকে জীবন পথের আলোছায়ার জন্যে তৈরি করে দেওয়া, সেনাপতি তৈরি করা, বলে দেওয়া জীবন শুধু কুসুম বিছানো পথ নয় – চলার পথে আছে মরু, রুক্ষ ভূমি, পাথর ভরা মাঠ, সবুজ ছায়া আর তোমার মধ্যে সমস্ত বাধা অতিক্রম করার সব গুণ আছে, তুমি চাইলে পাথর নিংড়ে জল তৈরি করতে পারো, তুমি শক্তিশালী, তুমি অনন্য, তুমিই পারো।
আর ইজ্রায়েলের মানুষ তাদের শিশুকে জীবন নামক যুদ্ধের জন্যে তৈরি করার কাজ সেই ছেলেবেলাতেই শুরু করে দেয়। তাই তো ইজ্রায়েলকে Start-up Nation বলা হয়, সেবার এয়ারপোর্টে অনেকক্ষণ বসে ছিলাম, পাশে এক ইজ্রায়েলের ভদ্রলোক বসে ছিলেন – অল্প আলাপ, কথা শুরু হলে তিনি জানালেন, তিনি এক Entrepreneur , তিনি ইজ্রায়েলে এক কোম্পানি তৈরি করেছেন – স্কুলের ছোট্ট বাচ্চাদের মধ্যে power of collaboration কি ভাবে বিকাশ করা যায় তা শেখানো হয় – কারণ বড় কোম্পানি তৈরির মূল কথা collaboration।
যেমন, কোন এক নার্সারি ক্লাসে ত্রিশ জন বাচ্চা আছে, তাদের তিন দলে ভাগ করে, এক দলকে শেখানো হল কি ভাবে pottery জন্যে কাদা মাটি তৈরি করতে হয়, আরেক দলকে শেখানো হল কি ভাবে পট বানাতে হয়, ও আরেক দলকে শেখানো হল কি ভাবে পটে রং করতে হয়। শেখা শেষ হলে তিনটে দল ভেঙ্গে দিয়ে দশটা দল তৈরি হল, এক এক দলে তিন জন করে, ওদের মধ্যে একজন জানে মাটি তৈরি করতে, একজন জানে পট বানাতে ও আরেকজন জানে রং করতে। আশ্চর্য ভাবে দেখা যায়, ছোট্ট বাচ্চারা কোন কথা না বলে ওরা ঠিকই নিজেদের মধ্যে মিলে মিশে কাজ করে ফেলছে – collaboration করছে, আসলে সেটাই মূল উদ্দ্যেশ্য।
মাত্র ষাট বছরের মধ্যে তাদের অভূতপূর্ব অর্থনৈতিক সাফল্যের পেছনে হয়তো তাদের ছেলেবেলার সেই শিক্ষা ব্যবস্থাই দায়ী, দায়ী তাদের মানসিক দৃঢ়তা। মানুষের একাকী জীবন যুদ্ধকে সম্মিলিত করে দেওয়ার কাজ করে তাদের শিক্ষা ব্যবস্থা। তারপর, মানুষের এগিয়ে যাওয়ার সেই একাকী লড়াই জুড়ে যায় আশেপাশের নানান মানুষের সঙ্গে, পরিবারের সঙ্গে, পাড়া, গ্রাম অবশেষে দেশের সঙ্গে। লক্ষ কোটি মানুষের সেই সম্মিলিত লড়াইয়ের ফলস্বরূপ দেশ এগিয়ে যায়, উন্নত হয়, এগোয় অর্থনীতি, সমাজ।