সামারে সপ্তাহ শেষের দুই ছুটির দিন মানেই তুলুসের পার্কে কোন না কোন উৎসব অনুষ্ঠান লেগেই থাকে। শীতে সাধারণত পার্ক গুলো খালিই থাকে, তখন মানুষের আনাগোনা খুবই কমে যায়। শীত, বৃষ্টি, ও মেঘলা আকাশের ধূসরতা কেটে গিয়ে সামার আসা মানেই এখানে যেন লেগে যায় উজ্জ্বল উৎসবের মরশুম – উজ্জ্বল দিন, নীল আকাশ, চারিদিকে নানা রঙের ফোঁটা ফুলের আবেদন, মনোরম আবহাওয়া, বাতাসে মরশুমি ফুলের হালকা মিষ্টি সুবাস – সব মিলিয়ে ছুটির দুপুরে ঘরে বসে থাকতে ঠিক যেন মন লাগে না।
উজ্জ্বল নীল সবুজ প্রকৃতির ডাকে বেড়িয়ে পড়তেই হয়, গোলাপি শহর তুলুসের গলি পথ ধরে হাঁটতে হাঁটতে পৌঁছে যাই তুলুসের বিশাল পার্কে, সবুজের মাঝে। সামারে পার্ক গুলোয় সাধারণত প্রতি সপ্তাহেই কোন না কোন ছোট্ট চমক থাকে, যেমন- একবার তুলুসের সমস্ত পার্ক ছেয়ে গেল বিশাল বিশাল রঙিন চিত্রিত গরুর স্ট্যাচুতে, নানা রঙের বিশাল বিশাল গরুর শরীরে আবার নানান ছবি আঁকা।
কখনো আবার দেখা যায় কৃষক উৎসব – গ্রাম থেকে নানা ধরণের ফল, সবজি, চারা গাছ ইত্যাদি এনে বিক্রি হয়, প্রদর্শন হয়, বাচ্চাদের জন্যেও চাষ আবাদের নানান শিক্ষামূলক তথ্য থাকে, স্কুল থেকে প্রচুর বাচ্চা এসে হাতে কলমে চাষ আবাদের নানান কথা জেনে নেয়। কখনো আবার থাকে শুধুই ছবি আঁকার মেলা, ফটোগ্রাফি মেলা, বিজ্ঞান মেলা, হাতের কাজের মেলা, কুমোর মেলা, বই মেলা – আরও কতো কি। এখানে বাচ্চারা ছুটির দিনে খেলার ছলেই নিজেদের বিজ্ঞান, সাহিত্য, ইতিহাস সম্বন্ধে অনেক কিছু শিখে নেয়।
সেবার ছুটির দুপুরে পার্কের পথে এমনি এলোমেলো চলার পথে হঠাৎ-ই এক ছোট্ট ভিড় চোখে পড়ল, কৌতূহলী আমরা এগিয়ে গেলেম সেই দিকে – পার্কের একদিকে, এ যে লিলিপুটের রাজ্য সাজানো হয়ে গেছে। বার্সিলোনা সহ ইউরোপের নানা জায়গার নানান বিখ্যাত স্থাপত্যে গুলোর ছোট্ট সংস্করণ গুলো খুবই নিখুঁত ভাবে তৈরি করা হয়েছে – ছোট্ট চার্চ, প্রাসাদগুলো দেখতে অনেকেই ভিড় করেছে।
মানুষ যেমন বড় কোন স্থাপত্য দেখে আশ্চর্য হয়, তেমনি ছোট দেখেও আশ্চর্য হয় – দুইয়ের মধ্যেই অভিনবত্ব, কল্পনা, শিল্প, চিন্তা সব কিছুরই সমান সংমিশ্রণ আছে, শুধু পরিমাপটিই ভিন্ন। যাইহোক, ছুটির দুপুর পার্কের পথে উদ্দেশ্য হীন হাঁটার সময়, নানা অচেনা মানুষের মুখ দেখার ফাঁকে ছোট্ট স্থাপত্যের এই ছোট্ট পৃথিবী দেখতে মন্দ লাগে না, যেন উদ্দেশ্যহীন ছুটির দুপুরে এক উদ্দ্যেশ্য যোগ হয়, দেখা হয়, জানা হয়।
আরও একটি ভালো লাগার পোস্ট।
শুভেচ্ছা রইলো।
ধন্যবাদ, আপনাকেও শুভেচ্ছা জানাই।