উদার বিস্তৃত দানিয়ুবের উপরে সুদৃশ্য ঝুলন্ত সেতু Chain Bridge হাঙ্গেরির রাজধানী শহরের এক অন্যতম আকর্ষণ – জুলাইয়ের উজ্জ্বল সকালে প্রচুর টুরিস্ট এই সেতু ধরে হাঁটতে হাঁটতে দানিয়ুবের বিস্তীর্ণতা অনুভব করে, সেতুর মাঝ বরাবর দাঁড়িয়ে দু’পাশে বুদা ও পেস্ট শহরের বিস্তার, দানিয়ুবের বয়ে চলা দেখা, মনে হয় ছুটি কাটানোর এক নিরীহ বিলাসিতা।
দানিয়ুবের বুক ছুঁয়ে হু হু করা দুরন্ত হাওয়ায় দোলে ওঠে ঝুলন্ত সেতুটি, রেলিং ধরে দাঁড়িয়ে দূরে চোখ রেখে দেখি আর দেখি। দেখতে দেখতে সময়ও স্রোতের মতো বয়ে যায় – ভালো লাগে। ঝুলন্ত সেতুর পথ ধরে এগিয়ে যাই বুদার দিকে। সামনে এক দম্পতী হাসি মুখে দাঁড়িয়ে নিজের ক্যামেরা এগিয়ে দিয়ে বলে – একটা ফটো তুলে দাও, প্লিজ।
উনিশ শতাব্দীর মাঝামঝি সময়ে, বুদাপেস্টের এই ঝুলন্ত সেতুটি যখন তৈরি হয়েছিল – আধুনিক পৃথিবীর ইঞ্জিনিয়ারিং দক্ষতার এক আশ্চর্য নিদর্শন হিসাবে গণ্য হয়েছিল। এই দেশের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক উন্নয়নের পেছনে এই ঝুলন্ত সেতুর মহৎ তাৎপর্য ছিল এবং আজও আছে – এখানের মানুষের জীবন যাপনের সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে জড়িয়ে আছে এই সেতুটি।
তাছাড়া, টুরিস্টদের কাছে, লোহার তৈরি এই সেতুর অঙ্গ সজ্জার তো এক আকর্ষণ আছেই। সেতুর মুখেই দুই রাগী সিংহের স্ট্যাচু স্বাগত জানায়। রাতে অপূর্ব আলোর মালায় সাজানো হয় সেতুটিকে – ঝলমলে করে গোটা সেতু। সেতুটির নিজস্ব সজ্জা, গৌরব ইউরোপের নানান নামী সেতুর মধ্যে এক জায়গা করে নিয়েছে। দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময়ে এই অপূর্ব সেতুটি মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।
যাইহোক, বুদাপেস্টের এই ঝুলন্ত সেতুটি আবার পূর্ব ও পশ্চিমকে জুড়ে দেওয়ার এক প্রতীক – তাই বোধহয় Hum Dil De Chuke Sanam সিনেমার ক্লাইম্যাক্স সিন এখানেই হয়েছিল। তাছাড়া, অন্য নানান সিনেমায় এই সেতুটিকে দেখা গেছে। আসলে এখানে দানিয়ুব, অপূর্ব সুদৃশ্য ঝুলন্ত সেতু, প্রেক্ষাপটে পাহাড়ের উপরে বুদা ক্যাসল – সব মিলিয়ে এক সুন্দর দৃশ্যই তৈরি হয়।
মানুষ মনে হয় সেতু গড়তেই ভালোবাসে – নদী তার জলরাশি দিয়ে মানুষকে, শহরকে যতই বিচ্ছিন্ন করুক না কেন, মানুষ কিন্তু ভালোবাসে জুড়ে দিতে, জুড়ে যেতে, তাই তো মানব সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে পৃথিবীর চারিদিকে কতোই না সুদৃশ্য সেতু তৈরি হয়ে মানুষ ও শহর জুড়ে গেছে। জুড়ে গেছে মানুষের চিন্তা, মনন, চেতন, জীবন যাপন, জীবন ধারা। আর সেই জুড়ে যাওয়াকে নিজের চোখে দেখে নিতে, অনুভব করতে দানিয়ুবের উপরে এই ঝুলন্ত সেতুর পথে আমাদের হেঁটে চলা।