তুলুসে অ্যান্টির বাড়ীতে ছুটির নিমন্ত্রণ মানেই খাওয়া দাওয়ার সঙ্গে ভালো এক সিনেমা। অনেক দেখা সিনেমা গুলোর মধ্যে কিছু সিনেমার গল্প কথা –
1. The Great Escape – দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পটভূমি। মিত্রবাহিনীর অফিসারদের যুদ্ধ বন্দী করে রাখা হয়েছে জার্মানির গেস্টাপোদের কড়া পাহারায়, কেউই এই ক্যাম্প থেকে যাতে পালাতে না পারে তার সমস্ত ব্যবস্থা নেওয়া সত্ত্বেও কি ভাবে টানেল তৈরি করে অফিসাররা পালানোর চেষ্টা করে এবং বিভিন্ন পথে বিভিন্ন যান বাহনের সাহায্যে জার্মানির বাইরে পালানোর চেষ্টা – সেই নিয়েই এই সিনেমা।
পর্দায় Steve McQueen কে জার্মানির Bavaria অঞ্চলের অপূর্ব সুন্দর প্রকৃতির মধ্যে আঁকাবাঁকা রাস্তা দিয়ে দুরন্ত গতিতে মোটর সাইকেল চালাতে দেখে বোধহয় অনেকেরই এক সুপ্ত ইচ্ছে হবে ঐ ভাবে মোটর সাইকেল নিয়ে দুরন্ত গতিতে ঐ সুন্দর রাস্তা ধরে ছুটে যেতে। ঐ সুন্দর পাহাড়ি রাস্তায় মোটর সাইকেল চালানোর মধ্যেই বোধহয় মুক্তির আনন্দ।
কিভাবে যে Facts এক অসামান্য fiction এ রূপান্তরিত হতে পারে তারই নিদর্শন এই সিনেমা। এই সিনেমা শুধু যে এক বাস্তব ঘটনা থেকে নেওয়া গল্প তা নয় এ যেন এক জীবনচেতনা। অন্ধকার থেকে আলোর উদ্দ্যেশ্যে মানুষের মুক্তি কোন পথে যে আসে তা যে আগে থেকে বলা যায় না। পথ নয়, গন্ত্যব্যই যে মুখ্য, অধীর তীব্র গতি নয় ধৈর্যই যে জীবন – তা যেন প্রমান হয়ে যায় এই সিনেমায়।