‘আমি রোগা’ – ছোট্ট মেয়েটি বলেছিল।
‘ভগবান তোমাকে রোগা করেছে যাতে তুমি সারাজীবন সুস্থ ভাবে, ভালো ভাবে বাঁচতে পারো’- মা জবাব দিয়েছিল।
‘আমার ঠোঁট মোটা’ – পাড়ার মেয়েদের সঙ্গে ঝগড়া করে শারীরিক এবং মানসিক ভাবে ক্ষতবিক্ষত মেয়েটি বলেছিল।
‘ভগবান তোমার ঠোঁট মোটা করেছে যাতে তুমি আরও ভালো করে গান গাইতে পারো। ভগবান তোমাকে সব দিয়েছে যা তুমি ব্যবহার করবে। ব্যবহার কর। যা তোমার আছে তা দিয়েই কাজে নেমে যাও। নিজেকে ভালোবাসো – মা নম্র সুরে বলেছিলেন।
সেই ছোট্ট বেলাতেই মেয়েটি গান গাইতো খুব সুরেলা গলায়। সবাই শুনে মুগ্ধ হত। চার্চে গান গেয়ে দৃষ্টি আকর্ষণ করেছিল স্থানীয় লোকের। ভগবান যেন মেয়েটিকে সুরের খনি দিয়ে পাঠিয়েছিল পৃথিবীতে।
পৃথিবীতে বোধহয় সব মানুষই কোন না কোন গুণ নিয়ে জন্মায়। মানুষের মধ্যে এক অসীম শক্তির আধার আছে, শুধু শুরু কি করে করতে হয় তাই হয়তো মানুষ জানে না। দীর্ঘদিন সেই শক্তির ব্যবহার না করে করে মরচে পড়ে যায়। মেয়েটিও সেই শক্তির ব্যবহার করে নি।
রোগা, কালো, ঠোঁট মোটা, কুৎসিত ছোট্ট মেয়েটিকে পাড়ার মেয়েরা ‘রোগা’ ‘ঠোঁট মোটা’ বলে ডাকে, ফলস্বরুপ মেয়েটি রেগে গিয়ে ওদের আক্রমণ করে। কিন্তু ওরা ছিল দলে ভারী। সবাই মিলে ওকে পেটায়।
নিজেকে কুৎসিত ভেবেই কাটছিল আত্মবিশ্বাসহীন মেয়েটির জীবন। গান ছেড়ে দিয়েছিল। স্কুলের পড়া ছেড়ে দিয়েছিল। জীবন ছিল এক তীব্র নিরাশাময়। অশিক্ষা, সামাজিক অসম্মান, দারিদ্র্য মেয়েটিকে চারিদিক থেকে ঘিরে ধরেছিল। মেয়েটি গান গাইতেই ভুলে গিয়েছিল। মেয়েটির গানের গলা দেখে ওর মা দিদিমা স্বপ্ন দেখেছিলেন – একদিন মেয়েটি বড় গায়িকা হবে। কিন্তু, মেয়েটির প্রতিভা চাপা পড়ে গিয়েছিল তাঁর জীবনের হতাশার নীচে।
কিন্তু, যেদিন Fantasia Barrino নামে মেয়েটি ২০০৪ এর American Idol এ গাইল, আমেরিকা এক গায়িকার জন্ম দিল। গানের দুনিয়ার এক অন্য যুগে নিয়ে গিয়েছিল মেয়েটির সুর। গলায় ছিল এক করুণ বেদনা। অন্যরকম এক যাদু তৈরি হয়েছিল মঞ্চে। তাঁর নিজের জীবনের সমস্ত দুঃখ, ব্যাথা, বেদনা নিংড়ে যেন গান গেয়েছিল Fantasia।
Fantasia র প্রথম এ্যালবাম ‘I Believe’ । পরের এ্যালবাম ‘Fantasia’ পাঁচ লক্ষ কপি বিক্রি হয়। তারপর একে একে অনেক এ্যালবাম ও সম্মানে ওর ঝুলি পূর্ণ হয়। ২০১২ সালে গ্র্যামি পুরস্কারে সম্মানিত হয় Fantasia।
Fantasia র জীবন এক ফ্যান্টাস্টিক মোড় নিয়েছে। এক সময় যার জীবনে অন্ধকার ছেয়ে ছিল আজ তার জীবনে নক্ষত্রের আলো। ফান্টাসিয়ার জীবন তীব্র বেগে বয়ে চলেছে আলোর দিকে।
ফ্যান্টাসিয়ার জীবন এক রূপকথার গল্প? নাকি এক চরম বাস্তব। Fantasia র গাওয়া “Lose to Win” বিখ্যাত এক গান।
ফ্যান্তাসিয়ার জীবনী Life Is Not a Fairy Tale বেস্ট সেলার।
তাই তো, জীবন তুমি যেখানেই বও না কেন, বয়ে চল এক অসীমের দিকে, অসীম এক প্র্যত্যাশার দিকে, আলোর দিকে, আশার দিকে। জীবন তুমি যেখানেই যাও না কেন, পাখা মেলে উড়ে যাও এক সফলতার দিকে, সবাইকে ছাড়িয়ে সাফল্যের শিখর ছুঁয়ে দাও। এই তো জীবন।