একটা সবুজ রাস্তা – জীবনের হাতছানি।
একটা হলুদ ফুল – স্বপ্নের নেশা।
একটা টকটকে লাল ফুল – ভালোবাসার ভঙ্গি।
আর? আর কি আছে দিনটাতে, যে দিনটাকে ছুঁয়ে যেতে চাই স্বপ্নের ভিতর দিয়ে, কল্পনার পথ দিয়ে।
চোখ বুজে ভাবি – হ্যাঁ, হ্যাঁ, ঐ তো পাচ্ছি, একটা বুনো গন্ধ, সবুজ জঙ্গলের সেই গন্ধ, আর দেখছি – প্রচুর রঙিন প্রজাপতির এলোমেলো ওড়াউড়ি – সমস্ত কিছু দিয়ে দিনটা সাজানো ছিল।
জানি না কে সাজিয়েছিল এমন অপূর্ব উদাসীন সৌন্দর্য দিয়ে। আর এই সব কিছুর সাক্ষী হয়ে অভিমানি একা নদী বয়ে চলেছিল – একা, সম্পূর্ণ একা, নদী মিলবে সাগরের সঙ্গে। ক্লান্তিহীন চলা এই নদীর, অসীম সমুদ্রের সঙ্গে মিশে যাওয়ার চেষ্টা – জীবনের উদ্দেশ্যও তো তাই। সীমার মাঝে অসীমকে মিলিয়ে দিতে চাওয়ার এক অন্তহীন চেষ্টা।