প্রতিটি টাইলসে অপূর্ব সুক্ষ জ্যামিতিক নক্সার পুনরাবৃত্তি, আর সেই ছোট ছোট জ্যামিতিক আকারের টাইলস গুলো জুড়ে গিয়ে তৈরি হয়েছিল এক একটা অসাধারণ নক্সার দেওয়াল, যে নক্সা গুলোকে দেখে কয়েকশো বছর পরেও মনে হয় – আজও কতো আধুনিক।
আর সেই আধুনিকত্ব প্রমান করতেই যেন স্পেনের ফ্যাশন ডিজাইন ও টাইলস ডিজাইনের ছাত্র ছাত্রীরা, স্পেনের তেরো থেকে পনেরো শতাব্দীর তৈরি মুরিশ প্রাসাদের গায়ে গায়ে গাঁথা, শতাব্দী প্রাচীন টাইলস গুলোর, প্রতিটি টাইলসকে রং তুলি দিয়ে অতি যত্ন নিয়ে এঁকে নিতে দ্বিধা করে না।
মুরিশ প্রাসাদের গায়ের অপূর্ব টাইলসের রং ও ছবির এতোই অদ্ভুত বিন্যাস, যে আজকের ডিজিটাল ফটোগ্রাফির যুগেও হাতে আঁকতে হয় – কারণ, ফোটোগ্রাফে রঙের হেরফের হতে পারে। আর, শুধু কি ডিজাইনের অদ্ভুত আধুনিকতাই সবাইকে মুরিশ টাইলসের প্রতি আকৃষ্ট করেছে?
মুরিশ প্রাসাদের টাইলসের বিন্যাসের প্রতিটি টাইলসে যেন লুকিয়ে আছে অংকের এক অদ্ভুত নিয়মের সংকেত – তাই অনেক অংকের ছাত্র ছাত্রীদেরও জ্যামিতির জটিল নক্সার পাঠ নিতে, অংক শিখতে আলহাম্ব্রার প্রাসাদ সহ স্পেনের মুরিশ সাম্রাজ্যের আরও অন্যান্য প্রাসাদের গায়ে গায়ে গাঁথা টাইলস দেখতে যেতে হয়। তাই, আলহাম্ব্রার প্রাসাদের গায়ের এই মুরিশ টাইলসে মুরিশদের ঐতিহ্য, ইতিহাস, অংক ও শিল্পের এক অদ্ভুত সংমিশ্রণ দেখা যায়।
আর শতাব্দী প্রাচীন এই টাইলস, তেরো থেকে শুরু করে পনেরো শতাব্দীর গ্রানাডা রাজ্যের Nazari ঐতিহ্যের অন্তর্গত। Nazari টাইলসের জ্যামিতির নক্সাকে অংকের নিয়মেই মেনে চলা হয় – আর প্রতিটি টাইলস হাতে তৈরি করে, তাতে প্রাকৃতিক রং ব্যবহার করা হয়।
আর এই টাইলসের তৈরি দেওয়াল গুলোতে লক্ষ্য করলে দেখা যায় – প্রতিটি নক্সা আলাদা করে তৈরি, অথচ কোথাও কোন অসামঞ্জ্যস্য নেই, ফাঁক নেই, রঙের হেরফের নেই, একটি নক্সাকে সম্পূর্ণ করতে কোথাও টাইলসের টুকরো ব্যবহার হয় নি – যেন ওরা আগেই অংক কষে দেখে নিয়েছিল ঠিক কোন আকারের টাইলসের পুনরাবৃত্তি করে দিয়ে দেওয়ালের ঐ অংশ টুকুকে সম্পূর্ণ ঢেকে দেওয়া যায়।
তাই, শতাব্দী প্রাচীন এই মুরিশ টাইলসের অপূর্ব নক্সার অদ্ভুত ধর্ম, পুনরাবৃত্তি, অংকের নিয়মের মতো নির্ভুল চরিত্র গুলো দেখে, আজকের অংকবিদরা সহজেই অনুমান করে নিতে পারে – মুরিশরা অংক ও জ্যামিতি চর্চার ব্যপারে কতটা তুখোড় ছিল, যা কিনা আজকের জ্যামিতি থেকে শুরু করে ফ্যাশন ডিজাইনার সবাইকেই প্রেরণা দেয়।
মুরিশদের তৈরি এই Nazari টাইলসে, মুরিশরা তাদের জ্ঞান বিজ্ঞান, অংক চর্চার নিদর্শনকে, ধৈর্য ও বুদ্ধিমত্তার নিদর্শনকে অতি চমৎকার উপায়ে নথিবদ্ধ করে গেছে – আর সেই আশ্চর্য নিদর্শনের সামনে দাঁড়িয়ে, আজকের মানুষ মুরিশদের সেই অদ্ভুত ক্ষমতার প্রশংসা করে যায়, অবাক হয়। তাই, গ্রানাডার মুরিশ প্রাসাদের গায়ে গায়ে গাঁথা মুরিশ টাইলসের নক্সার জ্যামিতিকে বুঝে নিতে আজকের মানুষ আধুনিক সফটওয়্যারও তৈরি করে ফেলে।