এদিকে, আইনস্টাইন অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। আফ্রিকার গভীর জঙ্গল থেকে Eddington কে ব্রিটেনে ফিরে আসতে হলেও তো প্রায় একমাস সময় লাগবে – আর জার্মানির সঙ্গে ব্রিটেনের রাজনৈতিক সম্পর্ক ও বেশ তেতো – তাই আইনস্টাইন, Eddington কে কোন চিঠি লেখেন নি।
আফ্রিকা থেকে Eddington কেম্ব্রিজে ফিরে এলেন। আবার এদিকে Campbell ও লন্ডনে, The Royal Astronomical Society র সামনে বক্তৃতা দিতে এলেন – আর তার সঙ্গে ছিল, তার তোলা পূর্ণ সূর্যগ্রহনের ছবি ও তার গুপ্ত রেজাল্ট।
স্যার আইজ্যাক নিউটনের সময়ে তৈরি লন্ডনের এই Astronomical Society র সমস্ত বিদ্বান জ্ঞানী গুণী সদস্যদের সামনে, স্বয়ং নিউটনকে বিংশ শতাব্দীর যে রিলেটিভিটি থিয়োরি চ্যালেঞ্জ জানিয়েছে, সেই থিয়োরিকে এক কথায় সঠিক বলে দেওয়ার ক্ষমতা ক’জন রাখে – Campbell ও রাখতে পারেন নি। Lick Observatory র প্রধান হিসাবে তিনি বললেন – আইনস্টাইনের থিয়োরি সম্পূর্ণ ভুল। প্রাথমিক ভাবে সবাই তা মেনেই নিয়েছিল – আইনস্টাইনের থিয়োরি ভুল।
কিন্তু, যখন Eddington তার রেজাল্ট পেশ করলেন – তিনি বললেন – সম্পূর্ণ উল্টো – তার প্রাথমিক গণনা বলছে, আইনস্টাইন সঠিক। Eddington সদ্য আফ্রিকা থেকে ফিরেছেন, এখনো তার তোলা ফোটো থেকে প্রচুর গণনা করা বাকি, এনালাইসিস বাকি – তবে, Eddington প্রাথমিক ভাবে তার নিজের তোলা ফোটোগ্রাফ থেকে যা গণনা করেছেন – তাতে তাঁর মনে হচ্ছিল আইনস্টাইন সম্পূর্ণ সঠিক।
সেদিন, লন্ডনের Astronomical Society র সেই মিটিং এক নাটকীয় মোড় নিল – এক আমেরিকান বলছে – আইনস্টাইন ভুল। এক ব্রিটিশ বলছে – আইনস্টাইন সঠিক হতে পারেন, গণনার জন্যে আরও সময় চাই। সমস্ত পৃথিবীর জ্ঞানী, বিজ্ঞানীরা যেন এই সমস্যার সমাধানের দিকে তাকিয়ে ছিল।
Campbell ও এক দোটানায় পরে গেলেন – তিনি সঙ্গে সঙ্গে ক্যালিফোর্নিয়ায়, তার সহকর্মীর সঙ্গে যোগাযোগ করলেন। ওরা সেই সময়, আইনস্টাইনের থিয়োরিকে ভুল প্রমান করে এক পেপারও প্রকাশিত করার চেষ্টা করছিলেন। Campbell তার সহকর্মীকে টেলিগ্রাম করলেন, লিখলেন – আইনস্টাইনের থিয়োরি ভুল প্রমান করে যে পেপার ছাপার কথা ভাবা হচ্ছে, তা যেন একটু দেরি করা হয়।
তারপর, প্রায় চারমাস পরে Eddington লন্ডনে, Astronomical Society র সামনে তার রেজাল্ট পেশ করতে এলেন – সত্যি কি আছে সেই রেজাল্টে, Eddington কি বলবেন, সত্যিই কি নিউটনকে চ্যালেঞ্জ জানিয়েছে এক জার্মান ইহুদী, সত্যিই কি নিউটন ভুল ছিলেন – তা জানার জন্যে লন্ডনের প্রায় সমস্ত সোসাইটির মানুষ সেই মিটিংএ যোগ দিতে গিয়েছিল।
যথারীতি, Eddington স্যার আইজ্যাক নিউটনের কাছে ক্ষমা চেয়ে তার বক্তৃতা শুরু করেছিলেন – বলেছিলেন – নিউটনের চোখ দিয়ে দেখা এই মহাবিশ্ব আজ বদলে গেছে। তিনি বললেন – সূর্যগ্রহনের সময়ে, তার তোলা ফোটোগ্রাফ থেকে লাইটের deflection গণনা করে, মেপে দেখা গেছে, আইনস্টাইনের জেনারেল থিয়োরি অফ রিলেটিভিটি সম্পূর্ণ সঠিক – লাইটের deflection ই আইনস্টাইনের জেনারেল থিয়োরি অফ রিলেটিভিটিকে প্রমান করেছে। তার মানে, আইনস্টাইনের সাধারণ আপেক্ষিক তত্ত্ব সম্পূর্ণ সঠিক।
চলবে