কোপেনহেগেনের রাজপথে (Strøget, Copenhagen, Denmark)

কোপেনহেগেনের সিটি হল স্কোয়ার থেকে শুরু হয়ে,  বিশাল এক রাজপথ সোজা চলে গেছে পুরনো শহরের দিকে, এবং Kongens Nytorv square মানে রাজার নতুন স্কোয়ারে এ এসে থেমেছে – নাম তার – Strøget । অনেকে এই রাস্তাকে কোপেনহেগেনের ধমনী বলেও জানে।

এই Strøget রাজপথ শুধুমাত্র পথচারী ও সাইকেল চালকদের জন্যেই নিবেদিত, শুধু এই রাজপথই যে ট্র্যাফিক বিহীন তা নয়, কোপেনহেগেন শহরের আরও অনেক ছোট বড় রাস্তা ও গলিপথও ট্র্যাফিক বিহীন, যারা এসে এই Strøget  এ মিলেছে। প্রায় এক কিলোমিটারের উপরে দীর্ঘ এই রাস্তার দু’ পাশে পৃথিবীর সমস্ত নামী দামী ব্র্যান্ডের শো রুম, ক্যাফে, রেস্টুরেন্টের ঝলমলে উপস্থিতি নজর কেড়ে নিতেই পারে।

এই Strøget রাজপথ, ইউরোপের প্রথম ট্র্যাফিক বিহীন রাজপথ। এই রাজপথ ধরে হাঁটতে হাঁটতেই পরিচয় হয়ে যায় কোপেনহেগেনের অন্য অনেক স্কোয়ারের সঙ্গে। ষাটের দশকে তৈরি এই ট্র্যাফিক বিহীন রাজপথ – সেই সময়ে এক পরীক্ষা নিরিক্ষার পর্যায়েই ছিল। গাড়িকে গুরুত্ব না দিয়ে পথচারী ও সাইকেল চালকদেরই গুরুত্ব দেওয়া হয়েছিল – সেটা অনেকেরই পছন্দ ছিল না।

শহরের মধ্যে বিশাল রাজপথ তৈরি হয়েছে, অথচ গাড়ি চলবে না, সে কি করে হয়? শুধু পথচারীদের জন্যেই এতো বড় রাস্তার কি দরকার? পথ তো বড় বড় গাড়ি চলার জন্যে, তাই, অনেকেই সেই সময় এই রাজপথের সাফল্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছিল – কিন্তু, আজ কোপেনহেগেনের হাজার মানুষ ট্র্যাফিক বিহীন পথে নির্ভয়ে হাঁটার জন্যে এই পথই বেছে নেয়, আর সেই জন্যেই বোধহয় ইউরোপে এই হাঁটা পথ সাফল্য পেয়েছে, এই রাজপথ ঘিরে ব্যবসা বানিজ্যের প্রসার ঘটেছে।

এবং, কোপেনহেগেনের এই Strøget  রাজপথ পৃথিবীর প্রায় সমস্ত শহরের মধ্যে ট্র্যাফিক বিহীন হাঁটা পথ তৈরির এক অনুপ্রেরনা বলা যায়। এমনকি, ইউরোপের অনেক শহরে এই রাজপথের অনুকরণে শুধু হাঁটার জন্যেই পথ তৈরি হয়েছে।

কোপেনহেগেনের হাজার মানুষের ভিড়ে পথ চলতে চলতে, ভিড় ছাড়িয়ে একটু উপরে স্থাপত্য গুলোর দিকে তাকালে এক টুকরো প্রাচীন কোপেনহেগেনের সঙ্গে পরিচয় হয়ে যেতে পারে, একবিংশ শতাব্দীর জনস্রোতের সমস্ত আধুনিকতার মধ্যেও স্থাপত্য গুলোর মধ্যে প্রাচীন কোপেনহেগেনের স্মৃতি জড়িয়ে আছে।

এই দীর্ঘ রাজপথ ধরে চলতে চলতে কতো রকম মানুষেরই না দেখা পাওয়া যায় –  গিনেস ওয়ার্ল্ড রেকর্ড মিউজিয়ামের বাইরে পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষের স্ট্যাচুর সঙ্গে দেখা হতে পারে। একটু থেমে অনেকেই ওর সঙ্গে একটা ফটো নিতে ভোলে না।

হ্যালুইনের মরশুমে, তীব্র ঠাণ্ডা উপেক্ষা করে কোপেনহেগেনের এই পথে প্রচুর টুরিস্ট হাঁটে। শুনেছিলাম, ডেনমার্ক নাকি হ্যালুইনের জন্যে বিখ্যাত, আর Strøget এর ভিড় যেন সেটাই প্রমান করে। অক্টোবরের শীতে সন্ধ্যে নামার আগে, দীর্ঘ এই পথে কোপেনহেগেনের জনস্রোতের মধ্যে মিশে গিয়ে পথ চলাও যে এক অন্যতম টুরিস্ট আকর্ষণ, এক অন্যরকম অভিজ্ঞতা।

অজানা's avatar

About abakprithibi

I see skies of blue and clouds of white, The bright blessed day, the dark sacred night And I think to myself what a wonderful world...........
This entry was posted in Denmark, Europe, Northern-Europe, Travel and tagged , , , . Bookmark the permalink.

এখানে আপনার মন্তব্য রেখে যান