তুলুসে অ্যান্টির বাড়ীতে ছুটির নিমন্ত্রণ মানেই খাওয়া দাওয়ার সঙ্গে ভালো এক সিনেমা। অনেক দেখা সিনেমা গুলোর মধ্যে কিছু সিনেমার গল্প কথা –
2. Is Paris Burning? – দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পট ভূমিকায় সাদা কালো এই সিনেমা। Larry Collins ও Dominique Lapierre এর লেখা বেস্ট সেলার বই থেকে তৈরি এই সিনেমার স্ক্রিপ্ট। ন্যাৎসি জার্মানি ফ্রান্সের কিছু অংশ দখল করে নিয়েছে, সঙ্গে প্যারিস চলে গেছে ন্যাৎসিদের হাতে। মিত্র শক্তি যাতে প্যারিস দখল করতে না পারে ন্যাৎসি জার্মানির দখল থেকে তাই হিটলার নির্দেশ দিয়েছে, প্যারিসের সমস্ত জায়গা জ্বালিয়ে দিতে। ল্যুভরে, আইফেল টাওয়ার, সমস্ত সেতু, নত্রে দাম, প্রেফেকচুর সমস্ত জাতীয় সম্পদকে একে একে বোম দিয়ে জ্বালিয়ে ছাই করে উড়িয়ে দেওয়ার অর্ডার দিয়েছে হিটলার।
প্যারিসের হাজার বছরের ইতিহাসকে জ্বালিয়ে দেওয়ার মারত্বক অর্ডার পেয়ে ন্যাৎসি জেনারেলও দ্বিধান্বিত হয়ে সময় নিয়ে ন্যাৎসিদের তৈরি করার সময়েই ফ্রান্সের Resistance আন্দোলনকারীরা তখন প্যারিসকে ন্যাৎসি মুক্ত করতে তৎপর হয়ে উঠেছিল। অল্প বয়সী ফ্রেঞ্চ Resistance রা সসস্ত্র আন্দোলনের জন্যে তৈরি ছিল। কি ভাবে মিত্র শক্তি, ফ্রেঞ্চ Resistance ও আমেরিকান শক্তি – সবার সহযোগিতায় প্যারিস ন্যাৎসি মুক্ত হয় ও ঐতিহাসিক প্যারিস রক্ষা পায় সেই নিয়েই এক ঐতিহাসিক দলিল এই সিনেমা।