সাদা, সাদা, আর সাদা। সকালে উঠেই দেখি চারিদিক সাদা, সামনের টালির ছাতের বাড়িগুলোর উপর সাদা তুষারের পুরু চাদর বিছানো। দূরের উঁচু টিলার গায়ে গায়ে সমস্ত বাড়িগুলোর ছাদ সাদা, সমস্ত গাছ পালা সাদা, রাস্তা সাদা। ফুরফুরে ভুসভুসে হালকা তুষারে মোড়ানো চারপাশ।
ঝিরি ঝিরি করে নিঃশব্দে সারা রাত ধরে তুষার পাত হয়েছে। তুলুসের তুষারপাত অনেকটা উত্সবের মতো। এ যেন সারা বছরের মধ্যে এক আনন্দের দিন, উৎসবের দিন। এখানের তুষারপাত মানুষের মনে বিরক্তি আনে না, কারণ এখানে তথাকথিত ইউরোপিয়ান সেই দীর্ঘ্য শীতের রাতের বিষন্নতা নেই, বেশিরভাগ সময় এখানে সূর্য ওঠে, রোদ্র থাকে সারাদিন। শীতকালের কয়েকদিনের তুষারপাত তাই এখানে স্বাগত, তুলুসবাসির বড় আদরের এই কয়েকদিনের তুষারপাত।
এখানে আমাদের রামনভিলের বাড়ির চারপাশে প্রচুর গাছ, বাড়ি থেকে কিছু দূরে হেঁটে গেলেই এক ক্যানাল, নাম ‘ক্যনাল দু মিডি’। ক্যানালের দু’পাশে সারি সারি প্লান গাছ, জানুয়ারির শেষ, তাই গাছের পাতারা সব কবেই ঝরে গেছে আর এই সময়ে তুষারপাত! নিস্পত্র গাছ গুলোর কম্পমান সরু সরু শুকনো ডালে ডালে অতি সন্তর্পণে তুষার কুচি জমে রয়েছে, সারা রাত ধরে একটু একটু করে সঞ্চিত হয়েছে সেই তুষার। এক সুন্দর ছবি তৈরী হয়েছে।
আমরাও সাদা তুলুসের নিমন্ত্রণে আর ঘরে থাকতে পারলাম না, বিকেলের দিকে হাঁটতে গেলাম। সাদা জমে যাওয়া তুষারের উপর দিয়ে হাঁটতে হাঁটতে নিজেকে অনেকটা রোমান্টিক যুগের কোনো কবি বলে মনে হয়। এমনি তুষার সজ্জিত সন্ধ্যায় ক্যানালের পাশের জঙ্গলের রাস্তা ধরে হাঁটতে হাঁটতে বার বার রবার্ট ফ্রস্টের Stopping by Woods on a Snowy Evning এর চরণ ঘুরে ফিরে মনে হয় – He will not see me stopping here / To watch his woods fill up with snow.
তুষারের এই সুন্দর নির্জন জনহীন পথ ধরে চলতে চলতে এক জীবন জিজ্ঞাসায় থমকে দাঁড়াই। মনে হয় জন্ম আমার পৃথিবীর অন্য প্রান্তের সেই কোন এক অজানা শহরে, জীবনের আঁকাবাঁকা পথ ধরে চলতে চলতে আজ এখানে আমার জীবনের পথ চলা, চলতে হবে আরও কত দূর, আরও অনেক দিন। আশাবাদী জীবনের উদ্দ্যেশ্যে, আরও অনেক প্রতিজ্ঞার জন্যে আরও যে অনেক পথ চলা বাকি – The woods are lovely, dark and deep, But I have promises to keep, And miles to go before I sleep, And miles to go before I sleep.
আপনার ফোটোগ্রাফির প্রশংসা করতেই হচ্ছে!
আপনার ভালো লেগেছে জেনে খুশী হলাম, অনেক ধন্যবাদ। জায়গাটিও খুব সুন্দর তাই ক্যামেরায় সৌন্দর্য ধরা দেয়।