মাঝে মাঝে মনে হয়, জীবন মানে কোন এক পাহাড়ের গায়ে আঁকা পাহাড়ি পাকদণ্ডী ধরে উপরের দিকে চলা – আর সেই পাহাড়ি পাকদণ্ডী কিন্তু মোটেও সহজ পথ নয় – প্রচুর এবড়ো খেবড়ো, কখনও সেই পথ ঘন জঙ্গলের লতা পাতা দিয়ে ঢাকা, অন্ধকার – কখনও বা পাথর ফেলে রাখা – কখনও উঁচু উঁচু খাড়াই – তবুও চলতে হয়ে – হ্যা চলতে হয় – মাথা নিচু করে শুধু মাত্র পথের দিকে চোখ রেখে চলতে হয় – এক মুহূর্তও এদিক ওদিক নজর গেলেই পাশেই যে আছে গভীর খাঁদ – কত গভীর খাঁদ, কেউই জানে না। এই পথের মধ্যেই আছে অনেক অচেনা মুহূর্তের সৌন্দর্য লুকনো – পথের ধারের নাম না জানা বাহারি ফুল আছে, যা চলার সময় মন ভুলিয়ে রাখে – চলার পথের কঠিনতা দেয় ভুলিয়ে । চলার পথের সঙ্গী পাওয়া যায় – প্রচুর চেনা অচেনা মুখ সঙ্গে চলে, পুরনো মুখ মিলিয়ে গিয়ে আবার নতুন মুখ সঙ্গে চলে।
……
কখনো মনে হয়, জীবন মানে প্রচুর সিদ্ধান্তের সমন্বয়। জীবনে কখনও এমন এক সময় আসে চোখ বন্ধ করে এক মুহূর্তেই সমস্ত জীবনের এক সিদ্ধন্ত নিতে হয় – যা কিনা জীবন বদলে দেয় – সেই সিদ্ধান্ত টীক না ভুল – যা কিছুতেই আগে থেকে জানা যায় না – সময় সেটা বিচার করে। সময়ের হাতে তখন সমর্পণ করে দিতে হয়। সময় ধীরে ধীরে সেই সিদ্ধান্তের উপরে ঠিক ভুলের প্রলেপ লাগাতে থাকে।
hi