“When anxious, uneasy and bad thoughts come, I go to the sea, and the sea drowns them out with its great wide sounds, cleanses me with its noise, and imposes a rhythm upon everything in me that is bewildered and confused.’’ – Rainer Maria Rilke
কি সুন্দর কথা গুলো। সত্যিই কি আমাদের বিভ্রান্ত মনকে সমুদ্র শান্ত করতে পারে? আমার অতি অগোছালো, অশান্ত মনে সমুদ্র এক ছন্দ এনে দিতে পারে? আমার আগে যারা জীবন দেখেছে, যাপন করেছে তারা তো প্রকৃতির কাছেই ছন্দ খুঁজেছে, পেয়েছে। তারা তো বার বার প্রকৃতির কাছেই ফিরেছে।
সমুদ্রের কাছে গিয়ে, তার বিশালতার কাছে দাঁড়িয়ে নিজের ক্ষুদ্র জীবনকে তো বার বার দেখেছি, নিজের মনের যত মলিনতাকে বিসর্জন দিয়েছি, ফিরেছি নতুন এক জীবন বোধ নিয়ে, দৈনন্দিনতার ছন্দ নিয়ে।
সত্যিই মানুষের মনের যত বাজে চিন্তা, বিভ্রান্তি, মলিনতা ধুয়ে দিতে সমুদ্রের চেয়ে আর বোধহয় কেউই পারে না। বিভ্রান্ত মনকে যুক্তির ছন্দে বেঁধে দিতে জানে সমুদ্র। বিস্তীর্ণতা দিতে পারে সমুদ্র, চিন্তাকে প্রসারিত করতে পারে সমুদ্র, মনে এক অদ্ভুত প্রশান্তি আনে।
জীবন প্রত্যেক মানুষকে মাঝে মাঝে এমন এক মোড়ে এনে দাড় করায় – যে মোড়ের কোণে থাকে বিভ্রান্তি, সিদ্ধান্তহীনতার জট। সেই সময়ে মানুষকে সিদ্ধান্ত নিতে হয় – কিন্তু সেই সিদ্ধান্ত সঠিক না ভুল তা বিচার করা খুবই মুশকিল। আসলে সব সিদ্ধান্তেই সঠিক ও ভুল দুইই সমান্তরাল ভাবে চলে। সময়ের আলোয় সেই সিদ্ধান্তের বিচার হয়। আর সেই সিদ্ধান্তের ফল যাই হোক না কেন আমাদের গ্রহন করতেই হয়। আর সেই সিদ্ধান্তের ঠিক-ভুলের মধ্যে দুলতে দুলতে এক সময় হয়তো মন হয়ে পড়ে অশান্ত, অগোছালো, ছন্দ হীন।
আর সেই সময়ে প্রকৃতিই মানুষকে শান্ত করতে পারে। মানুষ যতই প্রকৃতি থেকে দূরে চলে যাওয়ার চেষ্টা করুক না কেন, প্রকৃতির কাছেই আছে মানুষের শান্তির ঠিকানা। প্রকৃতিই মানুষের ক্ষুদ্র দৈনন্দিন জীবনে ছন্দ আনতে জানে।
nice article