না, পৃথিবীর অন্য অন্য কোন মনুমেন্টের প্রাঙ্গণে এই ভাবে গোটা বিশ্বকে এক হয়ে যেতে দেখি নি। এই একটি প্রাঙ্গণে দেখেছি – বিভিন্ন দেশের মানুষ তার নিজের ভাষায় কথা বলে চলেছে – আর সবারই কথার বিষয় একই – তাজ, তাজমহল, শুধুই তাজ। বাহ্ তাজ – সবাই নিজের ভাষায় বিস্ময় প্রকাশ করতে ব্যস্ত। কেউ বা শুধু নির্বাক মুগ্ধ হয়ে দেখতেই থাকে।
আর, আমাদের কাছে, তাজ শুধু মাত্র এক স্থাপত্য নয়, তার চেয়েও অনেক বেশী। তাজ আমাদের পরিচয়, গোটা দেশের মানুষের গর্ব, ভালোবাসা, ঐক্য ও সৌন্দর্যের এক অপূর্ব প্রতীক।
শাহ্জাহান চেয়েছিল তাজমহল যেন পৃথিবীর বুকে স্বর্গের এক রূপ হয় – তাই তাজ মহলের প্রধান বিল্ডিং যতটা গুরুত্ব পূর্ণ, ঠিক ততটাই গুরুত্ব পূর্ণ তাজের বাগান। বাগান তৈরিতেও প্রচুর অর্থ ও সময় ব্যয় হয়েছিল।
বাগানের মাঝ বরাবর, চার ভাগে জলের চ্যানেল চলে গেছে, মাঝে আছে এক স্কোয়ার। ইসলাম ধর্ম মতে এই বাগান ও জলের চ্যানেল স্বর্গের এক রূপ। জলের সেই চ্যানেলে তাজমহলের প্রধান গম্বুজের স্পষ্ট প্রতিবিম্ব তৈরি হয়। তাজের সৌন্দর্য যায় আরও কয়েক গুণ বেড়ে।
শতাব্দী কাল ধরে তাজকে অক্ষত রাখার জন্যে নানা সময়ে নানা পদ্ধতি অবলম্বন করা হয়েছিল। যেমন, দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময়ে ব্রিটিশরা তাজকে জাপানি বোমা থেকে বাঁচানোর জন্যে, তাজের গম্বুজকে ঘিরে কাঠের খাঁচা তৈরি করেছিল।
আজও পরিবেশবিদ, ইতিহাসবিদ ও তাজ বিশেষজ্ঞরা মনে করে, পরিবেশ দূষণ, অ্যাসিড বৃষ্টি, যমুনা নদী শুকিয়ে যাওয়া, জঙ্গল কাটা সব নিয়ে, প্রায় চারশো বছরের কাছাকাছি, প্রাচীন এই তাজের অস্তিত্ব প্রায় বিপন্নের মুখে।
ওরা মনে করেন, যদি ঠিক সময়ে তাজকে সংরক্ষণ না করা হয়, এই শতাব্দীতেই হয়তো তাজ ধসে পড়বে। এমনকি, শোণা গেছে, বর্তমানে প্রধান স্থাপত্যের গায়ে এক ফাটল দেখা গেছে। যমুনা নদী শুকিয়ে যাওয়ার ফলে তাজের কাঠের ফাউন্ডেশন নাকি দুর্বল হয়ে পডছে। তাই তাজকে বাঁচানোর জন্যে এখনই অনেক প্রজেক্ট, অনেক তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে।
তারপর, তো তাজকে ঘিরে কতই না রাজনৈতিক টানাপড়েনও সৃষ্টি হয় – কিন্তু, তাজের সৌন্দর্য যেন পৃথিবীর সমস্ত বিতর্কের উর্ধে। এক অনন্য সৌন্দর্যের রূপ।
তাজের গাইডরা বলে – আপনি তাজকে দেখে, আপনার সঙ্গে তাজকে না নিয়ে ফিরতে পারবেন না, তাজ আপনার সঙ্গে সঙ্গে যাবে, আপনার হৃদয়ে তাজ থেকে যাবে।
তাজমহল দেখে ফেরার সময় মনে হল – আমি যেন আমার মস্তিষ্কে তাজের অনুরণন, প্রতিধ্বনি নিয়ে ফিরছি। বার বার ঐ সাদা চমৎকার ছবি ঘুরে ফিরে আসছিল, সত্যিই তাজকে হৃদয়ে নিয়ে ফিরছিলাম – আমার হৃদয়ে তাজ এক রূপকথা হয়ে রয়ে যাবে। তাজের গাইডের কথাটা দেখি সত্যি হয়ে উঠল। সত্যিই, তাজ আমাদের সম্মোহিত করে, স্বপ্ন আছন্ন করে দেয়। ভালো লাগার রেশ রয়ে যায়।