ক্যাটালুনিয়ার হার্লে দিন (Barcelona Harley Days)

বার্সিলোনা শহরের প্রেক্ষাপটে যে নীল পাহাড়ের রেখা দেখা যায়, নাম তার Montjuïc। Montjuïc পাহাড়ের উপরের ক্যাসলটি এক অতি গুরুত্বপূর্ণ টুরিস্ট গন্ত্যব্য।

সেই পাহাড় থেকে নামার সময়ে, ঐ আওয়াজটা অনেকক্ষণ ধরেই কানে আসছিল, বাতাসে ভেসে আসছিল সেই শব্দ। মনে হচ্ছিল, একঝাক মোটর সাইকেলের শক্তিশালী ইঞ্জিন, একসঙ্গে মিলে দম নিচ্ছে। আর ঐ দম নেওয়ার আওয়াজের সঙ্গে মিশে আসছিল উল্লসিত মানুষের সম্মিলিত আওয়াজ।

সেই দিনের রঙটি ছিল উজ্জ্বল সোনালি – ঝকঝকে। আর সেই সোনালি রঙের দিনে, দিগন্ত রেখায় আকাশের ঘন নীল মিশে গিয়ে, স্বভাবতই, এক অতি উজ্জ্বল ছবি তৈরি করেছিল – Montjuïc পাহাড়ের উপর থেকে সেই সোনালি দিন ও আকাশের ঘন নীলকে সঙ্গে নিয়ে পাহাড়ের গা বেয়ে দ্রুত নেমে আসছিলাম।

পাহাড়ের গায়ে যে রাস্তা আঁকা ছিল, সেই রাস্তা ধরে নেমে আসতে গেলে, সময় একটু বেশি নিত। তাই, সেই মোটর সাইকেলের  শব্দের উৎসের দিকে ঝোপ জঙ্গল ধরে, সোজা নেমে আসছিলাম। মোটর সাইকেলের ঐ শব্দে, ও প্রচুর মানুষের সম্মিলিত সেই আওয়াজে যেন মিশে ছিল এক অদ্ভুত মাদকতা, এক আকর্ষণ – যার মোহে সেই শব্দের উৎসের খোঁজে ছিলাম আমরা।

পাহাড় শেষ হতেই, যে রাস্তায় এসে পড়লাম – একঝাক মোটর সাইকেল তখন সবে তাদের যাত্রা শুরু করেছে।

প্রতি সামারে, জুলাই মাসের প্রথম দিকে, বার্সিলোনায়, সারা ইউরোপের হার্লে ডেভিডসন মোটর বাইকের মালিকদের বিশাল সম্মেলন হয় । বার্সিলোনার এই হার্লে ডেভিডসন উৎসব ইউরোপের সবচেয়ে বড় ও জমকালো হার্লে ডেভিডসন উৎসব। মিউজিক, ওপেন এয়ার কনসার্ট, নানান উৎসব সব নিয়ে রিতিমত জমজমাট এক উৎসব।

এই হার্লে উৎসবে যোগ দিতে, ইউরোপের নানা প্রান্তের হার্লে ডেভিডসনের মালিকরা, তাদের অতি প্রিয় মোটর বাইক নিয়ে আসে। আর হার্লে মোটর বাইকের মালিকরা দল বেঁধে, বার্সিলোনা শহরের নানা রাস্তা ধরে সেই মোটর বাইক গুলো চালিয়ে প্রদর্শন করতে ভালোবাসে।

বিশেষ করে, যে বড় রাস্তাটি বার্সিলোনার বিখ্যাত স্কোয়ার Plaça d’Espanya কে Montjuïc পাহাড়ের সঙ্গে জুড়েছে Avinguda de la Reina Maria Cristina, এই রাস্তায় এলে হার্লে ডেভিডসনের গর্বিত প্যারেড দেখা যায়। প্রত্যেকটি হার্লে ডেভিডসন মোটর বাইক গুলো যেমন একে ওপরের থেকে একদম আলাদা, তেমনি আলাদা সেই মোটর বাইকের মালিকদের পোশাক-আশাক, ধরন-ধারণ ।

এই সময়ে বার্সিলোনা শহরের হার্লে ডেভিডসন উৎসবে আগত মোটর বাইকের মালিকদের দেখে মনে হয় – এই মোটর বাইক গুলো ওদের কাছে ঠিক মোটর বাইক নয় – এক ধর্ম। বিশেষ ধরণের পোশাক, কালো চামড়ার জ্যাকেট, চেন, অদ্ভুত হেলমেট, মোটর বাইক –  সব নিয়ে এক অন্য রকম জীবন। যে অন্যরকম জীবনের এক আঁচ পাওয়া যায় এই উৎসবে। আর সেই অন্যরকম জীবন ধারণকে, হার্লে ডেভিডসন উৎসবে এসে ওরা সগর্বে প্রদর্শন করতে ভালোবাসে।

About abakprithibi

I see skies of blue and clouds of white, The bright blessed day, the dark sacred night And I think to myself what a wonderful world...........
This entry was posted in Europe, Southern-Europe, Spain, Travel and tagged , , , . Bookmark the permalink.

মন্তব্য করুন

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  পরিবর্তন )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  পরিবর্তন )

Connecting to %s