আমরা নাটক দেখি – দীর্ঘ দিনের রিহার্সাল দেখি না, আমরা পুরষ্কার দেখি – পুরস্কার পাওয়ার জন্যে যে অধ্যবসায়ের পথ, তা দেখি না।
আমরা যে শিখরে পৌঁছে গেছে – তাঁকে দেখি, যারা শিখরের পথেই রয়ে যায় তাদের দেখি না। আমরা পরীক্ষার রেজাল্ট দেখি, দীর্ঘ দিনের অধ্যবসায় দেখি না।
আমরা গন্ত্যব্যে পৌঁছনোর উদ্বেগে পথের সৌন্দর্যে চোখ রাখতে ভুলে যাই, যে পাহাড়ের চূড়ায় পৌঁছে গেল – তাঁকে দেখে, তার সাফল্য দেখে ভুলে যাই, কিংবা দেখতে জানিই না, যে – সে কতো পাহাড় নদী, সেতু, কত মরুভূমি অতিক্রম করে ধাপে ধাপে পাহাড় চূড়ায় পৌঁছেছে।
আর সাফল্যের পর্দার পেছনের গল্পটা আমাদের কাছে অজানাই থেকে যায় – আর সেই না জানাটাই হয়তো আমাদের অনেকেই বিষণ্ণ করে, হতাশ করে।
কোথায় যেন, কঠিন বাস্তবের সঙ্গে আমাদের কল্পনার সমস্ত চাহিদা গুলোর মধ্যে খুবই দূরত্ব তৈরি হয়ে যায়, তাই কখনো কখনো প্রতিদিনের বাস্তব জীবন যাপন খুবই কঠিন বলে মনে হয়, অনেক কিছুই কঠিন বলে মনে হয়।
অথচ, জীবন মানে কি শুধুই জিতে যাওয়ার নাম? লড়াই করার নাম নয়? ধাপে ধাপে, পায়ে পায়ে পথ চলার নাম নয়? সমস্যার সমাধান করা নয়? কেন ভুলে যাই, জীবনের পথে হাজার হাজার মাইল পথ অতিক্রম করতে এক ধাপ দুই ধাপ করেই পদক্ষেপ ফেলতে হয়, ছোট্ট ছোট্ট সমস্যার সমাধান করেই এগিয়ে যেতে হয়।
আর সেই ছোট্ট ছোট্ট পদক্ষেপই যখন এক দিন, এক সঙ্গে গুণে দেখা হবে – দেখা যাবে এক দীর্ঘ পথ।
আশির দশকে আমেরিকান এয়ারলাইন্স যখন ঘাটায় চলছিল, এয়ারলাইন্সের হেড ছিলেন – Robert Crandall , তিনি গুণে দেখলেন – বিজনেস ক্লাস যাত্রীদের লাঞ্চের স্যালাড থেকে, যদি শুধু মাত্র একটা অলিভ সরিয়ে দেওয়া যায়, কেউই বুঝতে পারবে না, আর এতে কোম্পানি একশো হাজার ডলার লাভ করতে পারবে – হয়েও ছিল তাই।
আর, ঐ একটা অলিভই কিন্তু আমেরিকান এয়ারলাইন্সকে দেউলিয়া হওয়ার পথ থেকে বাঁচিয়ে দিয়েছিল – তাই, প্রতিদিনের বেঁচে থাকার ছোট্ট ছোট্ট পদক্ষেপ গুলোই জুড়ে দিয়েই আমাদের সম্পূর্ণ জীবন তৈরি হয় – হয়তো, কখনো সেই ছোট্ট পদক্ষেপের পথেও অনেক চড়াই উৎরাই আসে, কিন্তু, তা বলে পথ চলা থামিয়ে দিলে চলে না।
মানুষের দুশ্চিন্তার বোঝা, কঠিন সমস্যার বোঝা যতই ভারী হোক না কেন – সেই বোঝা সহ ছোট্ট ছোট্ট পা ফেলে সূর্যাস্ত পর্যন্ত ঠিকই বয়ে নিয়ে যাওয়া যায়।
তাই, মনে হয়, কখনো কখনো জীবন যখন কোন চমক দেয় না, সাফল্য দেয় না, জীবনকে বড়ই একঘেয়ে মনে হয়, প্রতিদিনের পুনরাবৃত্তি মনে হয় – দাঁতে দাঁত চেপে ছোট্ট ছোট্ট পদক্ষেপ নিতে হয়, জীবনের খেলাটাকে ধাপে ধাপে খেলে যেতে হয়। কে জানে, হয়তো, একটা ছোট্ট পদক্ষেপেই জীবন সম্পূর্ণ বাক নিয়ে আলোর মুখোমুখি হবে।