হ্যাঁ, সবই মানি, এমনকি, ইউরোপের প্রতিটি শহরের ট্যুরিজম এপ আছে, ট্যুরিজমের ম্যাপ মোবাইলে ডাউনলোড করে নেওয়া যায়। সমস্যাটা কিন্তু সেখানে নয়। অন্তত, আমাদের অভিজ্ঞতা কিন্তু অন্য কথা বলে – মোবাইলের ন্যাভিগেশন সিস্টেমে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশী।
তাছাড়া, পথে কখনো কখনো কোন স্মার্ট যন্ত্রই কাজে দেয় না – অনেক কিছুই হতে পারে – মোবাইল হারিয়ে যেতে পারে, চুরি যেতে পারে, মোবাইলের ব্যাটারিতে চার্জ না থাকতে পারে, চার্জ করা যায় না, শহরের ভেতরে কিংবা বাইরের কোন কোন জায়গায় সিগন্যাল ভালো কাজ না করতে পারে – আরও কতো কি।
এবং, ঐ কারণ গুলোর মধ্যে বেশ কয়েকটা কারণের ভুক্তভুগি আমরা – তাছাড়া, কখনো যদি কোন কারণে জি পি এস কাজ করল না, সেই সময়টার পুরোপুরিই জি পি এস কেন কাজ করছে না – সেই নিয়ে ভাবতে ভাবতে, পথ হারিয়েই কেটে যায়। দু’পাশের অপূর্ব দৃশ্যের দিকে তাকিয়ে দেখারও সময় থাকে না – তাই যে কারণে বেড়াতে আসা, সবই যেন গোলমাল হয়ে যায়।
এ শুধু যে আমাদের নিজস্ব অভিজ্ঞতা, তা নয় – বর্তমানে জি পি এস এস, স্মার্ট ফোনের ন্যাভিগেশন এপ এর দৌলতে চিরাচরিত প্রথায় ম্যাপ দেখা যদিও অনেক কমে গেছে, কিন্তু, সাম্প্রতিক এক পরিসংখ্যান বলছে – অন্য দেশে বেড়াতে গিয়ে, হারিয়ে যাওয়ার সংখ্যাও অনেক শতাংশ বেড়ে গেছে।
কারণ হিসাবে বলা হচ্ছে, ওরা ওদের ইলেকট্রনিক ন্যাভিগেশন যন্ত্রটির উপরে এতোই বিশ্বাস করে, একটা সময়ে যখন যন্ত্রটি কাজ করা বন্ধ করে দেয় – সেই রাস্তা থেকে ফিরে আসতে পারে না, পথ হারিয়ে ফেলে।
আবার, কখনো একই শহরে একই নামে দুই রাস্তা থাকতে পারে – একটি রাস্তা টুরিস্ট গন্ত্যব্য হলে, অন্য রাস্তাটি হয়তো শহরের বাইরের কোন এক কুখ্যাত ও বিপজ্জনক রাস্তা হতে পারে, জি পি এস হয়তো ভুল করে সেই কুখ্যাত রাস্তার দিকে নির্দেশ করে, টুরিস্টকে সেই ভুল রাস্তায় নিয়ে যেতে পারে।
কিন্তু, টুরিস্ট ম্যাপে সেই ভুল হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে – কারণ, ইউরোপের প্রতিটি শহরের পর্যটন বিভাগ টুরিস্টদের চলাফেরার সুরক্ষার জন্যে, টুরিস্টদের সুবিধার জন্যেই শহরের দ্রষ্টব্য স্থানের ম্যাপ, বিনামূল্যেই বিতরণ করে। এবং সেই দ্রষ্টব্য স্থান গুলোও সাধারণত সুরক্ষিত থাকে। পর্যটন শিল্পকে ইউরোপ খুবই গুরুত্ব দেয়।
চলবে