প্যারিস মানে (Je suis Paris)

প্যারিস পৃথিবীর এমন একটি শহর, যেখানে পৃথিবীর প্রায় সব মানুষই জীবনে অন্তত একবার যেতে চায় – পৃথিবীর মানুষ প্যারিসকে যে রূপে দেখে, সেই রূপের প্রথমেই জায়গা পায় – একটাই ছবি – যে ছবিতে থাকে রোমান্টিকতা, স্বাধীনতা, মুক্তি। প্যারিস মানে উজ্জ্বল আলো, আইফেল টাওয়ার, প্যারিস মানে শিল্প, প্যারিস মানে সুগন্ধ, প্যারিস মানে ভালোবাসার শহর, প্যারিস মানে ফ্যাশন, প্যারিস মানে সচ্ছলতা, উদারতা, স্বাধীনতা, মুক্ত চিন্তা, ইতিহাস, প্রেম, স্থাপত্য, গল্প, প্যারিস মানে ছুটি, প্যারিস মানে শিল্পীর শিল্পের প্রেরণা, লেখকের লেখার প্রেরণা – আরও কত কি।

আর সেই প্যারিসের গায়ে যখন একবিংশ শতাব্দীতেও রক্তের ছিটে লাগে, পৃথিবীর মানুষের মন খুবই খারাপ হয়ে যায়, হতে বাধ্য – একটা ভালোবাসার জায়গা, যে জায়গাকে ঘিরে ভ্রমণ স্বপ্ন রচনা করা যেত, রূপকথা শোণা যেত, ছবি দেখা যেত, যে জায়গার ভিড়ে ফরাসী পারফিউমের গন্ধ ম ম করতো – সেই জায়গারও যদি নিরীহ মানুষের রক্তের গন্ধে দম বন্ধ হয়ে আসে, সেই জায়গার মুক্ত রাস্তা ঘাটেও যদি আতঙ্ক বাস করতে শুরু করে, মানুষ তবে পৃথিবীতে যাবে কোথায়?

তবে যাই হোক না কেন, প্যারিসের জীবন স্পন্দন ও প্যারিসের মুক্ত স্বাধীনতার গায়ে যেন আঁচড় না লাগে – তাই, আজ পৃথিবীর সমস্ত সুস্থ মস্তিষ্কের মানুষ প্যারিসের পাশে দাঁড়িয়ে।

অজানা's avatar

About abakprithibi

I see skies of blue and clouds of white, The bright blessed day, the dark sacred night And I think to myself what a wonderful world...........
This entry was posted in Europe, France, Western-Europe and tagged , . Bookmark the permalink.

2 Responses to প্যারিস মানে (Je suis Paris)

  1. MD's avatar MD বলেছেন:

    Paris er moton ekta hi-tech desh o bachlo na aatonkider hamla theke. Ei desh er manush bipodey je bhabe sarkar ke daayi na kore ekjuut hoye thekeche, sheta proshonshoniyo!

এখানে আপনার মন্তব্য রেখে যান