Two roads diverged in a wood, and I – I took the one less traveled by, And that has made all the difference.
– Robert Frost
কোন এক সময় জীবন বোধহয় প্রত্যেক মানুষকে এক পথের বাঁকে এনে দাঁড় করায় – যে বাঁকে, দুই পথ চলে যায় অনিশ্চিত এক গভীর হলুদ জঙ্গলের দিকে, আর তখন তাকে একটাই পথ বেছে নিতে হয়, আরেকটি পথ অচেনাই থেকে যায়, থেকে যায় রহস্যে ঘেরা। অজানা। আর সেই মুহূর্তে সে যে পথ বেছে নেয়, সেই পথেই হয়তো তার সম্পূর্ণ জীবন, সম্পূর্ণ ভবিষ্যৎ নির্ভর করে।
কিন্তু, প্রশ্ন হল, কোন পথ বেছে নেবে জীবন? যে পথে প্রচুর মানুষ হেঁটে গেছে, যে পথ মসৃণ, সুগম সেই পথ, নাকি যে পথে মানুষের চলাচল কম, যে পথের খবর কেউ রাখে না – সেই পথ। যে পথই মানুষ বেছে নিক না কেন, সেই যে দ্বিতীয় পথটি ছেড়ে জীবন একটি পথ বেছে নিল, কিছু দূর এগিয়ে গেল, সে পথেই যে তাকে যেতে হবে – জীবন যে একটাই।
বাঃ, খুব ভাল লাগলো… 🙂
ধন্যবাদ। ভালো লেগেছে জেনে ভালো লাগলো।