জুলাইয়ের মাঝ দুপুরের ঝকঝকে কড়া রোদ উপেক্ষা করেই বহু টুরিস্ট ঐতিহাসিক পোর্তো শহরের পথে হাঁটে – অবশ্য রোদ যতই উজ্জ্বল ঝকঝকে হোক না কেন, রোদের তেজে কিন্তু এক নরম, আরামদায়ক আমেজ – তাই এখানে পথ চলা ক্লান্তি আনে না।
পোর্তোয় সামার উজ্জ্বলতায় ভরপুর, মানুষের মনেও খুশির ছোঁয়া, ছুটির আনন্দ – মানুষ, স্থাপত্য ও শহরের সব কিছু দেখে নিতে নিতে পোর্তোর পথে আরেক চার্চের সম্মুখীন হই – Igreja de Santo Ildefonso বা Church of Saint Ildefonso । Batalha Square স্কোয়ারের পাশে বেশ বড় এক জায়গা নিয়ে এই চার্চের উপস্থিতি। চার্চে ঢোকার মুখেই, সামনের দেওয়াল পর্তুগালের বিখ্যাত azulejo টাইলস দিয়ে সাজানো।
সাধারণত ইউরোপের যে কোন প্রাচীন চার্চ বা ক্যাথিড্রাল তৈরির সঠিক সময় নথিভুক্ত থাকে, কিন্তু পোর্তোর এই চার্চ তৈরির সঠিক সময় জানা যায় নি, তবে নানান প্রাচীন নথিপত্র থেকে এই চার্চের উপস্থিতির কথা জানা যায় – অনুমান করা হয়, তেরো শতাব্দীর শেষের দিকে এই চার্চের কাজ শুরু হয়েছিল। তারপর প্রাচীন এই চার্চকে আঠারো শতাব্দীতে নতুন করে তৈরি করা হয়েছিল। পরে, নানান সময় ধরে এই চার্চ তৈরি হয়েছে, মেরামত হয়েছে, দুই পাশে দুই বেল টাওয়ার যোগ হয়েছে, সামনের দেওয়াল জুড়ে azulejo টাইলস শিল্প যোগ হয়েছে।
পোর্তো শহরে যখন রঙিন azulejo টাইলস ব্যবহার করা শুরু হল, ভেতরের দেওয়ালেই ওরা এই ধরণের টাইলস ব্যবহার করতো, ধীরে ধীরে বাইরের দেওয়ালেও azulejo টাইলস ব্যবহার শুরু হল, আর এই চার্চের বাইরের টাইলস শিল্প সেই প্রথম দিকের azulejo টাইলস ব্যবহারের নিদর্শন।
পোর্তো শহরের নানান সময়ের, নানান প্রাকৃতিক দুর্যোগের সাক্ষী এই চার্চ বর্তমানে টুরিস্ট গন্ত্যব্য ও স্থানীয়দের কাছে সময় কাটানোর এক জায়গা। পাশের প্রচুর কফি শপ, রেস্টুরেন্টের যে কোন একটা বেছে নিয়ে, খেতে খেতে পোর্তোর জীবন যাপনের অল্প ঝলক দেখা যায়।