ক্যাপ্রি দ্বীপের প্রধান বন্দর মারিনা গ্র্যান্ডে জাহাজের আনাগোনা, ব্যস্ততা ও ক্যাপ্রির টুরিস্টের ভিড়, শহুরে ভিড় – সব কিছু ছাড়িয়ে ক্যাপ্রির আসল প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে হলে অতি অবশ্যই ফুনিকুলার বা বাসে চড়ে আরও উপরে আনা-ক্যাপ্রিতে পৌঁছতে হয়।
ফুনিকুলার, পাহাড়ের ঢালে চলাচল করার জন্যে এক বিশেষ ধরণের ট্রেন। ইউরোপের বহু পাহাড়ি জায়গা সমতলের সঙ্গে এই ধরণের ফুনিকুলার সার্ভিস দিয়ে যুক্ত। অবশ্য ক্যাপ্রি থেকে আনাক্যাপ্রি যাওয়ার জন্যে প্রায় সাড়ে তিনহাজার সিঁড়ি দিয়ে তৈরি এক জঙ্গুলে পাহাড়ি রাস্তা আছে – ট্র্যাকিং এর জন্যে চমৎকার। অনেকেই সেই পাহাড়ি ধরেও আনাক্যাপ্রি পৌঁছয়। তাছাড়া, ক্যাপ্রি থেকে আনাক্যাপ্রি পৌঁছনোর জন্যে ছোট বাসও পাওয়া যায়।
আনাক্যাপ্রির উচ্চতায় পৌঁছে নীচে মারিনা গ্র্যান্ডের চমৎকার দৃশ্যে বাগরুদ্ধ হয়ে যায়। আনাক্যাপ্রি কেন টুরিস্টকে আকর্ষণ করে – এখানে না এলে জানতেও পারতাম না।
আনাক্যাপ্রির উচ্চতায় মারিনা গ্র্যান্ডের দিকে মুখ করে তৈরি Villa San Michele এক অন্যতম টুরিস্ট আকর্ষণ। পাহাড়ের গায়ে এই ভিলা সুইডিশ ডাক্তার ও সাহিত্যিক Axel Munthe এর তৈরি এক স্বপ্ন ভিলা ছিল। উনিশ শতাব্দীর শেষের দিকে তিনি ক্যাপ্রিতে এসে ক্যাপ্রির সৌন্দর্যের প্রেমে পড়ে যান ও এক ঐতিহাসিক রোমান চ্যাপেলের ধ্বংসাবশেষের উপরে সমুদ্রের দিকে মুখ করে তাঁর এই স্বপ্ন ভিলা তৈরি করেন।
রোমান ধ্বংসাবশেষের উপরে তাঁর এই বাড়ী তৈরির কাহিনী তিনি তাঁর লেখা বই The Story of San Michele এ বর্ণনা করেছিলেন, যা কিনা পৃথিবীর প্রায় পঁয়তাল্লিশটা ভাষায় অনূদিত হয়েছিল। এমনকি সেই বাড়ী তৈরি সময়ে ক্যাপ্রি ও আনাক্যাপ্রিতে পাওয়া টুকরো টুকরো নানান রোমান নিদর্শন দিয়ে এক ছোট মিউজিয়ামও তৈরি করেন।
এই দ্বীপে তিনি শুধু সমুদ্রের দিকে মুখ করে বাড়ীই তৈরি করেন নি, এই দ্বীপের সমস্ত প্রাণী, পাখির প্রতিও ছিল সমান প্রেম। দীর্ঘ দিন ধরে এই দ্বীপের প্রতি তাঁর ভালোবাসা ইউরোপের অভিজাত মহলে, ভ্রমণ পিয়াসী মহলে ধীরে ধীরে ছড়িয়ে যায় – এবং পৃথিবীর নানা প্রান্তের ধনীরা এখানে এসে বাড়ী তৈরি করে বসবাস শুরু করে, আবিষ্কার করে। এমনকি সুইডেনের রানীও দীর্ঘ দিন এই দ্বীপে শরীর সারাতে বসবাস করেছিলেন। বর্তমানে এই ভিলা ক্যাপ্রির অন্যতম টুরিস্ট আকর্ষণ।
এখানে এসে পাহাড় সমুদ্রের অপূর্ব মেলবন্ধন, অপূর্ব সৌন্দর্য দেখে চোখ জুড়িয়ে যায়। যে বাড়ীতে সকালের ঘুম চোখেই দেখা যায় উদার নীল সমুদ্র, অপূর্ব দৃশ্য, সমুদ্রের হাওয়া উড়িয়ে দেয় চুল – সত্যিই তো সেই বাড়ী স্বপ্নেরই বাড়ী। Axel Munthe এর কথায় – My house must be open to the sun, to the wind, and the voice of the sea, just like a Greek temple, and light, light, light everywhere।