সমুদ্র পৃষ্ঠ থেকে বহু উপরে সুইস আল্পসের পাহাড় শ্রেণীর কোলে এসে আবহাওয়া যে এতো খারাপ পেয়ে যাবো ভাবি নি, বাইরে মাইনাস দশ তাপমাত্রা, ঘন কালো মেঘ, কুয়াশা ও সঙ্গে তুষার কণা সহ তীব্র হাওয়ায় ঠাণ্ডার তীক্ষ্ণ দাঁত – কয়েক মিটার দূরত্বে কি আছে স্পষ্ট দেখাই যাচ্ছে না।
আমাদের উদ্দ্যেশ্য ছিল কেবল কার ধরে Bernese আল্পসের পাহাড়, Schilthorn এর চূড়ায় পৌঁছনো, যেখানে গিয়ে আল্পসের বিখ্যাত পাহাড় – Eiger, Monch, Jungfrau থেকে শুরু করে অন্যান্য পাহাড়দের অপূর্ব সৌন্দর্য দেখা যাবে। কিন্তু, Schilthorn এর বেস ষ্টেশন Schilthornbahn এ পৌঁছেই কণকণে ঠাণ্ডা, একরাশ কালো মেঘ ও কুয়াশারা অভ্যর্থনা জানিয়ে বলল – আর যে উপরে যাওয়া যাবে না, কেবল কারের যাতায়াত বন্ধ। আল্পসের পাহাড়ে এমনি করেই আবহাওয়া বদলে যায়, কেউই জানে না কতো ঘণ্টা বা কতো দিন এই ধরণের আবহাওয়া চলবে।
অগত্যা, কি আর করা, Schilthornbahn বেস ষ্টেশনের আশেপাশেই যতটা পারা যায়, সুইস আল্পসের সৌন্দর্যকে দেখে নিতে হবে। আসলে, Schilthorn পাহাড় চূড়া, ও পাহাড় চূড়ায় অবস্থিত এক ঘুরন্ত রেস্টুরেন্ট ‘Piz Gloria’ জেমস বন্ডের জন্যে পৃথিবী বিখ্যাত হয়ে গেছে, সুইজারল্যান্ডে এসে সবাই তাই Schilthorn পাহাড় চূড়ার সেই রেস্টুরেন্টে যেতে চায়, Schilthornbahn থেকেই কেবল কার সেই রেস্টুরেন্টে পৌঁছে দেয়।
এই Piz Gloria রেস্টুরেন্টকে জেমস বন্ডের ছবি ‘On Her Majesty’s Secret Service’ এ দেখা গেছে, রেস্টুরেন্টটি এক ঘণ্টায় ধীরে ধীরে সম্পূর্ণ ৩৬০ ডিগ্রি ঘুরে যায়, তাই ঐ রেস্টুরেন্টে বসে কফির কাপে চুমুক দিতে দিতে ঘাড় না ঘুরিয়েও আল্পসের সম্পূর্ণ উদার সৌন্দর্য উপভোগ করা যায়, সেই স্বপ্ন সৌন্দর্যের দেশের আসল নিখাদ সৌন্দর্য দেখা যায় – তবে সবই উজ্জ্বল, পরিষ্কার, ঝকঝকে দিনের উপর নির্ভর করে। দিনের মুখ যদি এমনি গোমড়া হয়, উপরে পৌঁছে মেঘ ও কুয়াশা ছাড়া আর কিছুই দেখা যায় না, তাছাড়া গোমড়া দিনে যাতায়াত ব্যবস্থাও বন্ধ হয়ে যায়।
বাইরে, Schilthorn বেস ষ্টেশনের সামনেই জমে আছে ঘন তুষার, আর তুষার সহ হাওয়া চিরে দিয়ে যাচ্ছে। এমনি দিনে এই নির্জন ষ্টেশনে লোকজন খুবই কম, আমরা ছাড়া মাত্র এক দু’জনই চোখে পড়ছে।
সুইস আল্পসের পাহাড়ের কোলে তুষার সাজানো সাদা গ্রামের পথে হাঁটার অভিজ্ঞতা তো আর প্রতিদিন হয় না – তাই সমস্ত ঠাণ্ডা, কুয়াশা, তীব্র হাওয়া অবজ্ঞা করে তুষার পথ ধরে হাঁটা শুরু করলাম, যতদূর চোখ যায়, তুষারে ঢাকা নিঝুম, নিস্তব্ধ, নির্জন এই গ্রামের পথ, চারিদিকে অপরূপ নিখাদ সৌন্দর্যের ঝুলি।
ফিরে আসার সময় দেখি মেঘ একটু সরে গেছে, Schilthornbahn বেস ষ্টেশনের পেছনেই উঁকি দিয়েছে Eiger ও Jungfrau পাহাড়ের চূড়া, আবার কিছুক্ষণের মধ্যেই একঝাঁক মেঘের দল তড়িঘড়ি করে প্রেক্ষাপটের সমস্ত দৃশ্য ঢেকে দিল।
সুইস আল্পসের দীর্ঘ পাহাড় শ্রেণীর এই অপূর্ব সৌন্দর্যের দেশে মেঘ ও পাহাড়ের এই চঞ্চল লুকোচুরি খেলা অনন্ত কাল ধরে চলে এসেছে – তুষার ধবল সৌন্দর্যের দেশে এসে সেই অনন্তকালের এক টুকরো মুহূর্তের সাক্ষী হয়ে নিজেদেরকে ধন্য, অভিভূত বলে মনে হয়।