পৃথিবীর যে কোন কোণের মানুষের জীবন যাপনের এক অবিচ্ছেদ্য অঙ্গ – কেনাকাটা, ব্যবসা বানিজ্য বা হাট। বোধহয় মানুষের আদিমতম পেশা বা নেশা কেনাকাটা, আর মানুষের সেই আদিম প্রবৃত্তিকেই মুনাফায় বদলে দেয় বড় বড় সুপারমার্কেটরা, কিন্তু, পৃথিবীর চারিদিকে যতই সুপারমার্কেটের রমরমা ব্যবসা হোক না কেন, ইউরোপের নানা জায়গায় কিন্তু আজও বুধ, শনি বা রবিবারের হাট বসে, আশেপাশের গ্রামের মানুষ বেচাকেনা করে।
ইউরোপের উজ্জ্বল ছুটির সকালে স্থানীয় হাটে সাপ্তাহিক বাজার শেষ করে, এক কাপ কফি খেয়ে, চেনা মুখের সঙ্গে কুশল বিনিময় করে হাসিমুখে ঘরে ফেরার মধ্যে যেন এক সুখের ছবি আঁকা থাকে। আর, সেই হাট যদি ক্রোয়েশিয়ার ডালমেশিয়ান কোস্টের রোমান সাম্রাজ্যের ধ্বংসাবশেষের পাশে, এক ঝকঝকে নীল-সোনালি উজ্জ্বল ছুটির সকালের হাট হয়, এবং, সেই হাটে যদি অচিন দেশের অচেনা গন্ধ, অচেনা শব্দ, অচেনা মানুষ, অচেনা ভাষায় কথাবার্তা ভেসে আসে – হাটের প্রতিটি কোণে এক অচেনাকে জানার হাতছানি থাকে – তাহলে তো বেড়াতে আসার রোমাঞ্চ যেন শতগুণ বেড়ে যায়।
তাই ছুটির সকালে, স্প্লিটে বেড়াতে আসা টুরিস্টদের কাছে হাটের এক তীব্র আবেদন আছে। রোমান সাম্রাজ্যের ধ্বংসাবশেষের পাশে পুরনো স্প্লিটের এই হাটের এন্টিক বাজার থেকে শুরু করে ফল, ফুল, সবজি, কাপড়, ছবি, স্যুভেনির, অচেনা ভাষায় হাটের হাঁক ডাক – সবই যেন টুরিস্টদেরকে স্থানীয় জীবন যাপনের এক নতুন গল্প বলে, এক নতুন ছবি দেখায় – তাই এখানে হাটে অনেকেই ক্যামেরা হাতে ঘোরে, মানুষ যে অচিন দেশের মানুষ ও তাঁর জীবনযাপনের ঝলক দেখতেই ভালোবাসে।
হাট তো ইউরোপের সমস্ত শহরের এক সাপ্তাহিক অঙ্গ, কিন্তু, রোমান সাম্রাজ্যের ধ্বংসাবশেষের পাশে একবিংশ শতাব্দীর মানুষের চলমান জীবন যাপনের প্রকাশ বা চলমান ছবি এই হাট, যেন মানুষকে সেই আদিম প্রবৃত্তির কথাই মনে করায়।
হাটের একদিকে এন্টিক জিনিসের পসার সাজিয়ে বসে স্থানীয় মানুষ আবার আরেক দিকে সংসারের যাবতীয় দরকারি, অদরকারী জিনিসের পসার সাজায় ওরা – অনেক এন্টিকের দোকানি ও তাঁর জিনিস সাজানোর ভঙ্গি দেখে মনে হয়, এই হাটে সে যেন মানুষের সঙ্গ পেতে ও নানা ধরণের মানুষ দেখতেই এসেছে।
যাইহোক, স্প্লিটে এসে আমরা ক্রোয়েশিয়ার ডালমেশিয়ান কোস্টের মানুষের জীবন যাপনের অঙ্গ, এই এক আশ্চর্য সুন্দর হাটের দৈনন্দিন জীবনের কেনা বেচার সাক্ষী হয়ে রই – মনে হয়, পৃথিবীর সমস্ত কোণের মানুষের জীবন যাপনের ছন্দটি আশ্চর্য জনক ভাবে একই রকম, একই ছন্দে, একই সুর-তালে বাঁধা।
ক্যামেরা হাতে আপনিই নিশ্চয়ই সুন্দর সুন্দর ছবিগুলোর ফটোগ্রাফার?
শুভেচ্ছা আপনাকে।
হ্যাঁ। ধন্যবাদ, আপনাকেও শুভেচ্ছা। ভালো থাকবেন।