লিসবনের আলফামা অঞ্চলের গলির মোড়, সরু রাস্তা, ছোট্ট স্কোয়ার এখনো মুরিশ রাজত্বের চিহ্ন বয়। পাথরে বাঁধানো সরু রাস্তার পাশে গায়ে গায়ে বাড়ী গুলোর গায়ে এখনো পুরনো লিসবনের ছাপ। উজ্জ্বল দিনে উঁচু বাড়ীর লোহার বেলকনির ঝুলন্ত টবের ফুলগাছে, বেলকনির উজ্জ্বল রোদে দড়িতে মেলে দেওয়া ঝোলানো নানা রঙের কাপড়ে পর্তুগীজ জীবন যাত্রার সাধারণ ছবি ফুটে ওঠে। পাথরে বাঁধানো সরু গলি পথে হেঁটে যেতে যেতে নাকে আসে পর্তুগীজ রান্নার গন্ধ, কিংবা পর্তুগীজ কড়া কফির সুবাস। আবার কোন গলির মুখে ভেসে আসে পর্তুগীজ সঙ্গীত ‘Fado’ র সুর।
যদিও এখানে রোমান ও ভিসিগথরা বসতি স্থাপন করেছিল, কিন্তু পর্তুগালে মুরিশ সাম্রাজ্য বিস্তারের সময়ে এই অঞ্চলে মুরিশদেরই বেশী প্রভাব পড়েছে। আর সেই প্রভাব এই অঞ্চলের নামেই বোঝা যায়। ঘনবসতির এই অঞ্চল ১৭৫৫ এ লিসবনের ভয়ানক ভূমিকম্পে খুব বেশী ক্ষতিগ্রস্ত হয় নি, তাই এই অঞ্চলে লিসবনের বহু ঐতিহাসিক স্থাপত্য আজও অতীতের সাক্ষর বহন করে চলেছে।
সরু গলির এই অঞ্চল আধুনিক লিসবনের এক গ্রাম্য অংশই বলা যায়, কোন কোন বাড়ীর দেওয়াল নীল টাইলসে সাজানো আবার কোন বাড়ী ধবধবে সাদা, যেন আলো ঠিকরে পড়ে। উজ্জ্বল দিনের শুরুতেই লিসবনের এই পাহাড়ি অঞ্চলের জন জীবন টুরিস্টদের স্বাগত জানাতে তৈরি হয়ে যায়। সকালেই সরু গলির সরু ট্রাম লাইন ধরে ঐতিহাসিক লাল হলুদ ট্রাম চলাচল শুরু হয়ে যায়, সেই ট্রামে চড়েও এই অঞ্চলকে আবিষ্কার করা যায় – তবে, ঐতিহাসিক গলিপথে হারিয়ে যেতে যেতে উপরের দিকে হাঁটা, কিংবা নয়ন ভুলানো দৃশ্যে মুগ্ধ হওয়াই যখন এখানের টুরিস্টদের উদ্দ্যেশ্য, তাই অনেকেই হাঁটা পথই পছন্দ করে। আলফামার ঐতিহাসিক গলি পথ ধরে হেঁটে স্থানীয় জন জীবনের টুকরো ছবি দেখতে দেখতে পাহাড়ের উপরে Castle of São Jorge এ যাওয়াও যে এই অঞ্চলে আসার আরেক উদ্দ্যেশ্য।
পথ চলতে চলতে Santa Luzia চার্চের চত্বর ‘Miradouro de Santa Luzia’ থেকে Tagus নদীর প্রেক্ষাপটে এই অঞ্চলের বিস্তারে মুগ্ধ হয়ে দৃশ্য উপভোগ করাই যে এই চলার পথের এক মস্ত উপহার। আবার, ছোট্ট চার্চ Santa Luzia র দেওয়ালে নীল টাইলসে লিসবনের সুন্দর ছবিও উৎসুক টুরিস্টদের নজর কেড়ে নেয় । লাল রঙের Decorative Arts মিউজিয়ামের সামনে দিয়ে ট্রাম লাইন বিছানো সরু রাস্তা চলে গেছে আর সেই সরু রাস্তা ধরে ঐতিহাসিক হলুদ ট্রামের চলাচল অদ্ভুত সুন্দর এক ছবি তৈরি করে।
সূর্য ধীরে ধীরে মাথার উপরে উঠে উত্তাপ ঢালতে শুরু করার আগেই লিসবনের নানান টুকরো টুকরো ছবিতে জীবনের স্মৃতির ছবি আঁকতে আঁকতে আলফামার গলিপথ ধরে হেঁটে যাই।