September 2013, Prague, Czech Republic
চার্লস ব্রিজ থেকে Vltava নদীর পাশে যে বাঁধানো রাস্তা চলে গেছে Vyšehrad এর দিকে, সেই রাস্তা ধরে হাঁটে বহু মানুষ, হাঁটি আমরাও। Vyšehrad ১০শতকের তৈরি পাহাড়ের উপরে এক পুরনো ক্যাসল, ভেতরে Basilica of St Peter and St Paul , ও প্রাগের অতীতের নামী মানুষের সমাধিক্ষেত্র আছে। Vyšehrad থেকে প্রাগ শহরের দৃশ্য দেখতে অনেকেই সেখানে যায়।
নদীর বুকে সাদা রাজহাঁস সাঁতার কাটে, অনেকেই রুটির টুকরো ছুঁড়ে দেয়। শান্ত পরিবেশে নদীর ধারে নৌকো গুলোয় ভাসমান রেস্টুরেন্টে অনেকেই ঠাণ্ডা বিয়ার বা গরম কফিতে চুমুক দিচ্ছে। হাঁটতে হাঁটতে পথের সৌন্দর্যে প্রান ভরে যায়। পথে, নদীর ধারে সান্ধ্য বাজার বসেছে। এখানে Vltava নদীর বুকে এক ছোট্ট দ্বীপ জেগে উঠেছে, অনেকেই সেখান থেকে নদীর বুকে ছোট ছোট প্যাডেল বোট ভাসিয়েছে।
প্রাগ থেকে ফিরে এসে, প্রাগের ছবি লিখতে লিখতে প্রাগের পটভূমিকায় এক চলচিত্র দেখলাম ‘Operation Daybreak’ । সিনেমাটি চেক ইতিহাসের এক মর্মান্তিক অথচ সাহসিক রোমহর্ষক সত্যি ঘটনার উপরে আধারিত। দ্বিতীয় বিশ্ব যুদ্ধ চলাকালীন চেক তখন জার্মানদের দখলে ছিল, দ্বায়িত্বে ছিল Heydrich, বলা হত সে ছিল হিটলারের ডানহাত। মিত্র শক্তি তিন চেক সৈন্যকে প্যারাসুটে করে চেকের মাটিতে নামায় Heydrich কে মারার জন্যে। কিভাবে ওদের মধ্যে দু’জন Heydrich কে মারে, এবং পরে তিনজনের মধ্যে এক সৈন্যের বিশ্বাসঘাতকতা ও সেই দুই সৈন্যের সাহসিকতার সত্যি গল্প নিয়ে এই সিনেমা। একজনের লোভ ও বিশ্বাসঘতকতা কি ভাবে একটা দেশের ইতিহাস লিখে দেয়, কি ভাবে অকাতরে নিরীহ সাধারণ মানুষের প্রান যায়, ইতিহাস কি ভাবে বদলে যায় তারই উদাহরণ এই ঘটনা।
সেই শান্ত পরিবেশে হেঁটে যাওয়ার সময়ে বিশ্বাস করতেই কষ্ট হয়, এতো সুন্দর এক জায়গা এক সময় রণক্ষেত্র ছিল, জার্মান সেনার ভারী বুটের ছন্দ বদ্ধ হাঁটার আওয়াজে একদা আতঙ্কিত ছিল এই শহরের মানুষ। ইতিহাসের কালো অধ্যায় পেরিয়ে আজ যখন প্রাগ শহরটি আলোয় এসে দাঁড়িয়েছে, প্রাগের সৌন্দর্যে মানুষের তাই চোখ ধাঁধায়।
Vyšehrad থেকে আবার আমারা ফিরি চার্লস ব্রিজে, সন্ধ্যার অন্ধকারে অতীতের ভূতুড়ে মূর্তিগুলো দাঁড়িয়ে থেকে এই ব্রিজকে যেন আরও বেশী রহস্যময় করেছে।
এই শহরের যেন এক ঐন্দ্রজালিক শক্তি আছে, মানুষকে টেনে নেয়। প্রাগের এই অবর্ণনীয় রহস্য, আকর্ষণ শক্তি কোথা থেকে এলো? হয়তো, সুদূর রহস্যঘেরা অতীত, নিকট অতীতের ভয়ানক যুদ্ধকালীন সংকট, উন্নতিশীল বর্তমান সব কিছু মিলে প্রাগ শহরকে এক রহস্য নগরী করেছে।