August 2013, Toulouse, France
প্রতি বছরের মত এ’বছরও তুলুসের বড় আদরের গারোন নদীর ধারে কৃত্রিম সৈকত তৈরি হয়েছে। তুলুসের মানুষদের কাছে নিজস্ব সমুদ্র সৈকত না থাকার দুঃখ ভুলিয়ে দেয় গরমের সময় গারোন নদীর তীরের এই বিশাল সবুজ মাঠ।
Esquirol ছাড়িয়ে একটু গেলেই শুরু হয় গারোন নদীর উপরের ১৬ শতকের তৈরি সেতু ‘Pont Neuf’। হাঁটতে হাঁটতে Pont Neuf পেরিয়ে গেলেই বড় plane গাছের ছায়া ঘেরা রাস্তার পাশে শুরু হয় গারোনের তীরের বিশাল সবুজ মাঠ। প্রতিবছর গরমের সময় এই মাঠেই তুলুসের কৃত্রিম সৈকতের আসর বসে।
ফ্রান্সের প্রায় সত্তর শতাংশ মানুষের ভিটামিন ডি এর অভাব। সম্প্রতি গবেষণায় দেখা গেছে ভিটামিন ডি এর অভাবে অনেক কঠিন রোগ হতে পারে। শুধু ফ্রান্স কেন? আজ সারা পৃথিবীতেই মানুষের ভিটামিন ডি এর অভাব। বিশেষ করে যারা সারা দিন অফিসে কাজ করে। ফ্রান্সের মানুষ তাই খুব সচেতন, এমনকি এদের সরকারও সচেতন।
ইউরোপে গরমের সময়ই সূর্য রশ্মিতে ভিটামিন ডি তৈরির বিশেষ দৈর্ঘের তরঙ্গ থাকে। তাই এই গোলাপি শহরের মানুষ এই গরমে রোদের উত্তাপে চামড়ায় ভিটামিন ডি তৈরির সঙ্গে সঙ্গে সহজ আনন্দে মেতে উঠেছে।
নদীর তীরে সবুজ মাঠে নীল আকাশের নীচে বাচ্চাদের জন্যে বালু দিয়ে তৈরি হয়েছে নানা ধরনের খেলার জায়গা। সমস্ত বয়সী মানুষের জন্য সারা দিনে নানা রকমের খেলা- বীচ ভলিবল, ব্যাডমিন্টন সব রকমের আয়োজন হয়েছে । অনেকে গারোনের জলে কায়াক চালাচ্ছে।
কেউ বা হয়তো চায় ফুরফুরে হাওয়ায় শুধুই অলস ভাবে শুয়ে থাকতে, তারও ব্যবস্থা হয়েছে। ছড়িয়ে ছিটিয়ে বীচ চেয়ার রাখা, যে যেখানে পারছে শুয়ে বসে রোদের উত্তাপ নিচ্ছে। গারোনের নীল জলের বুক ছুঁয়ে ঠাণ্ডা হাওয়া বইছে, অগাস্টের গরম একদম বোঝা যাচ্ছে না এখানে। কেউ বা দুই গাছের ছায়ায় নদীর দিকে মুখ করে হ্যামক বিছানায় দুলছে।
সবাই এখানে নিজের অবসরকে নিজের মতো করে উপভোগ করছে। গারোনের তীরে গরমের সময়ে এই গোলাপি শহরের জনজীবনের এই শান্তির ছবি দেখে বলি ‘জগতের আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ।’