July 2013, Finland
জুলাই মাসের প্রথমে এই শহরে রাজধানী শহরের ব্যস্ততা নেই। রাজধানী শহরের বিশাল উদারতা আছে এই শহরে। কিন্তু ব্যস্ত মানুষের উপচে পড়া ভিড় নেই, বেশ খোলামেলা। প্রচুর টুরিস্ট।
যে রাস্তা হেলসিঙ্কি ক্যাথিড্রালের দিকে চলে গেছে সেই রাস্তা ধরে হাঁটতে হাঁটতে দেখি সামনেই বিশাল সাদা হেলসিঙ্কি ক্যাথিড্রাল। আর তার সামনেই ঐতিহাসিক নিও ক্লাসিক্যাল স্থ্যাপত্যের নিদর্শন সেনেট স্কোয়ার। এখানে হেলসিঙ্কির নিজস্ব পরিবেশ, প্রতিদিনের জনজীবনের ঝলক নজরে পড়ে।
মার্কেট স্কোয়ারের দিকে হাঁটতে হাঁটতে নজরে পড়ে সারি সারি দোকান, রেস্টুরেন্ট, ক্যাফেটেরিয়া, বাজার।
শহরের বুক চিড়ে চলেছে ট্রাম লাইন, সবুজ রঙের ট্রামের ঘন ঘন আসা যাওয়া এই শহরকে প্রানবন্ত করেছে। সিটি কার্ডে ট্রামে যেখানে খুশি নামা যায়, দেখা যায় যে কোন জায়গা।
সেনেট স্কোয়ার দেখে ডানদিকের রাস্তা ধরে হাঁটতে হাঁটতে চলে গেলাম Uspenski Cathedral । লাল ইটের রঙের বিশাল এই ক্যাথিড্রাল, ডিজাইন করেছেন রাশিয়ান আর্কিটেক্ট Alcksei M. Gornostajev, একটু টিলার উপরে এই গোঁড়া ক্যাথিড্রাল। পশ্চিম ইউরোপের সবচেয়ে বড় গোঁড়া ক্যাথিড্রাল। এই ক্যাথিড্রালের গঠনশৈলীতে পশ্চিম ও পূর্ব ইউরোপের প্রভাব পড়েছে।
এই ক্যাথিড্রাল থেকে নেমে ডানদিকের সমুদ্র ঘেঁষা রাস্তা ধরে হেঁটে চললাম বহুদূর। পাশে বাল্টিক সমুদ্রে বিশাল বিশাল জাহাজ, ক্রুজ liner দাঁড়িয়ে আছে, প্রায় পাঁচ তলা উঁচু বিল্ডিঙের মত জাহাজ। কোন কোন জাহাজ এখুনি ছাড়বে রাশিয়ার সেন্ট পিটসবারগের উদ্দ্যেশ্যে। এই জাহাজ করে রাশিয়া গেলে রাশিয়ায় ঢুকতে ভিসা লাগবে না, নয়তো আমাদের ইউরোপ থেকে রাশিয়ায় ঢুকতে ভিসার প্রয়োজন।
আরো হেঁটে চললাম সমুদ্র ঘেঁষা রাস্তা ধরে। সমুদ্রের ধারে বাঁধানো রাস্তা ধরে হাঁটতে হাঁটতে বাল্টিক সমুদ্রের নোনা হাওয়া উড়িয়ে দেয় রুক্ষ চুল। এক বিশাল সমুদ্র ঘেঁষা পার্কে পৌঁছে গেলাম।
দেখলাম অনেকে সমুদ্রের জলে কার্পেট ধুচ্ছে। কার্পেট ধুয়ে ধারে শুকিয়ে দেওয়ার ব্যবস্থা আছে। অনেকে দেখি সাইকেলের ক্যারিয়ারে করে নিজের ছোট কার্পেট নিয়ে এসেছে সমুদ্রের জলে ধুয়ে ধারে মেলে দেওয়ার জন্য। কি অদ্ভুত!
উন্নত দেশের উন্নত মানুষের জীবনযাত্রার মধ্যে উন্নতিশীল দেশের উন্নতিশীল মানুষের জীবনযাত্রায় কোথায় যেন এক সুতো মিল দেখতে পাই। নাকি যতই উন্নত হোক না কেন জীবনযাত্রার আদিম প্রথার প্রতি মানুষের নাড়ীর টান রয়ে গেছে? হয়তো।
দেখি আর দেখি, অবাক হই। এবার অন্য দিকে যেতে হবে।