মাঝে মাঝে আমরা জীবনকে যতটা পারি স্থায়ী বলে ভাবার চেষ্টা করি, সর্বদাই এক স্টেবিলিটির খোঁজ করি – কিন্তু, জীবন যে চলমান এক যাত্রার নাম – সেই কথাটি ভুলে যেতে বসি।
আমরা ভুলে যেতে চাই, পৃথিবীর কোন কিছুই স্থায়ী নয় – চলমান, পরিবর্তনশীল। অথচ, পরিবর্তনশীলতাই তো জীবনের সৌরভ, সৌন্দর্য।
সর্বদাই পৃথিবীতে এক নতুনের আশ্বাস আছে। ক্ষয়ে যাওয়ার মধ্যে, ধ্বংসের মধ্যেই আছে পুনঃরুদ্ধারের বীজ, নতুনের স্বপ্ন, আশা। রোমে এলে সেই কথাটাকে আরও গভীর ভাবে বোঝা যায়।
রোমের শতাব্দী প্রাচীন ধ্বংসাবশেষ গুলো যেন সেই কথাই প্রমান করার জন্যে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এক দিকে নতুনের প্রান স্পন্দন, জীবন ধারণ, অগ্রগতি আরেক দিকে ক্ষয়ে যাওয়া সময়ের থমকে যাওয়া ছবি – এক গভীর জীবন চেতনার জন্ম দেয়।