বার্সিলোনার বন্দর থেকে যে রাস্তাটি সিধে শহরের কেন্দ্রের দিকে, পুরনো বার্সিলোনার দিকে চলে গেছে – Via Laietana । সেই রাস্তা ধরে হাঁটতে শুরু করলে বার্সিলোনা শহরের ঐতিহাসিক স্থাপত্যের ঐশ্বর্য গুলো পড়বেই। তাই, এই রাস্তায় প্রতিদিন যেমন স্থানীয় মানুষের দৈনন্দিন কেজো ভিড় দেখা যায়, তেমনি প্রচুর টুরিস্টও চোখে পড়ে।
এই বড় রাস্তার দুই পাশে, ক্যাটালান Art Nouveau স্টাইলের স্থাপত্য থেকে শুরু করে Art Deco, ক্যাটালান Noucentista neo-classical স্থাপত্য দেখা যায়। বিংশ শতাব্দীর শুরুর দিকে, ক্যাটালান সাংস্কৃতিক আন্দোলনের ফসল Noucentista বা Noucentisme – সেই সময়ে শিল্প ও চিন্তার এই আন্দোলনের প্রভাব স্থাপত্যেও দেখা গিয়েছিল।
পুরনো বার্সিলোনার জনবসতিকে সমুদ্রের তীরের সঙ্গে জুরে দেওয়ার জন্যে উনিশ শতাব্দীতেই এই বড় রাস্তা তৈরির প্রকল্প হয়েছিল। সেই সময়ে এই রাস্তা তৈরির জন্যে বহু বাড়িঘর, জনবসতিকে ভেঙ্গে দিতে হয়েছিল – তাই এই রাস্তা সেই সময়ে বহু বিতর্কের কেন্দ্রও ছিল।
বর্তমানে এই রাস্তার দু’ পাশের অনেক স্থাপত্য স্পেনের নানান ব্যাংকের সদর দপ্তরের ঠিকানা। আবার অনেক স্থাপত্য হোটেলেও পরিণত হয়েছে।
যেহেতু, বিংশ শতাব্দীতে এই রাস্তা ও তার দুই পাশের স্থাপত্য গুলো তৈরি হয়েছিল, এই রাস্তায় যেন বিংশ শতাব্দীর সেই সময় থমকে আছে। আর সেই পুরনো স্প্যানিশ সময়ের এক ঝলক অনুভব করতেই বহু টুরিস্ট এই পথ ধরে হেঁটে যেতে পছন্দ করে।