দক্ষিন ফ্রান্সে পিরেনিস শ্রেণীর কোলে, ঝকঝকে উজ্জ্বল রঙিন সামার শেষে, উত্তুরে ঠাণ্ডা হাওয়া লাজুক পায়ে এসে কখন যে গাছের সমস্ত পাতা গুলো উড়িয়ে দিয়ে যায় – শীত আসতে না আসতেই দেখি গাছেরা সব নিঃস্ব বৈরাগী। দূরের নীল পাহাড়ের রেখায় এক চিলতে সাদা রং এর রেখা যোগ হয় – বোঝা যায় পাহাড়ে তুষার পাত শুরু হয়ে গেছে। শীত যতই জাঁকালো হোক না কেন – বেশীর ভাগ ইউরোপীয়ান কিন্তু ঘরে বসে থাকতে একদমই ভালোবাসে না।
দক্ষিণ ফ্রান্সের পিরেনিস পাহাড়ের ঢালে তখন শুরু হয়ে যায় স্কি এর আসর, শুধু কি স্কি – নানা দিক থেকে আসা টুরিস্টের ভিড়ে পিরেনিসের হোটেল রেস্টুরেন্ট গুলোয় নানা ধরণের ফরাসী খাওয়া দাওয়া ইত্যাদি নিয়ে পরিবেশ হয়ে ওঠে জমজমাট। স্কি করার অভ্যেস তো আমাদের নেই – তবে, স্কি না করলেও তুষারপাতে সম্পূর্ণ সাদা হয়ে যাওয়া পাইরেনিস পাহাড়ের কোলে কোন এক স্কি রিসোর্ট শীতে কেমন সাজে তা দেখতে যেতে তো কোন বাঁধা নেই।
আর তাই, সেবার শীত শুরুর সঙ্গে সঙ্গে, আমাদের গন্ত্যব্য ছিল – ফ্রেঞ্চ পিরেনিস পাহাড়শ্রেণীর কোলে সুন্দর সাজানো পাহাড়ি গ্রাম Saint-Lary । যদিও, তখনো টুরিস্ট মরশুম পুরোদমে শুরু হয় নি, ছবির মতো সাজানো গ্রামটিতে তখন তুষারপাত শুরু হয়ে গিয়েছিল – আর দূরের পাহাড় শ্রেণী আরও ঘন তুষার পাতের জন্যে প্রস্তুতি নিচ্ছিল। ঠাণ্ডা, বৃষ্টি, তুষার – সব নিয়ে দিনটি ছিল ধূসর রোম্যান্টিক স্বপ্নময়।
দক্ষিণ ফ্রান্সের পাহাড়ি গ্রাম Saint-Lary র এই স্কী রিসোর্ট ফ্রেঞ্চ পাইরেনিসের অন্যতম বৃহত্তম স্কী রিসোর্ট – যার সৌন্দর্যের সঙ্গে যে কোন সুইস রিসোর্টের তুলনা করা যেতেই পারে – তাই, ফরাসীরা তাদের এই স্কী রিসোর্ট নিয়ে গর্ব করতে বেশ ভালোবাসে। অনেকে আবার ঠাণ্ডা যতই হোক না কেন, পাহাড়ের ঢালে অপূর্ব সৌন্দর্যের মাঝে শুধু হাঁটতেই ভালোবাসে – তাই, ফ্রান্সের নানা দিকের লোকেরা শীতের সময়ে নানান উদ্দেশ্যে এখানে আসে।
পাইরেনিসের নির্জন পাহাড়ি পথে ধূসর বিকেলের হিমেল হাওয়া গায়ে মেখে, হাঁটতে হাঁটতে মনে হয় – পৃথিবীর প্রতিটি কোণে কতোই না অপূর্ব সৌন্দর্য, মানুষের আশ্চর্য কীর্তির ঐতিহাসিক গাঁথা, অপূর্ব নিদর্শন ছড়িয়ে আছে – এক জীবনে তার কতো টুকুই বা আমরা দেখতে পারি। তাই, এক জীবনের ক্ষণিক সময়ে যতটুকু দেখি তাই দিয়েই জীবনের ছবি, পথ চলার ছবি এঁকে যাই – সে ছবিতে ফ্রেঞ্চ পাইরেনিস পাহাড় শ্রেণীর সাদা চূড়ায় আটকে থাকা এক টুকরো ধূসর জলভরা মেঘের উদাসীনতা যেমন থাকে, তেমনি থাকে সোনালি দিনের উজ্জ্বলতা, নীল আকাশ।