দুই পথ (Two roads)

Two roads diverged in a wood, and I – I took the one less traveled by, And that has made all the difference.  

                                                    – Robert Frost

Two roads diverged in a wood (2)

Two roads diverged in a wood

কোন এক সময় জীবন বোধহয় প্রত্যেক মানুষকে এক পথের বাঁকে এনে দাঁড় করায় – যে বাঁকে, দুই পথ চলে যায় অনিশ্চিত এক গভীর হলুদ জঙ্গলের দিকে, আর তখন তাকে একটাই পথ বেছে নিতে হয়, আরেকটি পথ অচেনাই থেকে যায়, থেকে যায় রহস্যে ঘেরা। অজানা। আর সেই মুহূর্তে সে যে পথ বেছে নেয়, সেই পথেই হয়তো তার সম্পূর্ণ জীবন, সম্পূর্ণ ভবিষ্যৎ নির্ভর করে।

কিন্তু, প্রশ্ন হল, কোন পথ বেছে নেবে জীবন? যে পথে প্রচুর মানুষ হেঁটে গেছে, যে পথ মসৃণ, সুগম সেই পথ, নাকি যে পথে মানুষের চলাচল কম, যে পথের খবর কেউ রাখে না – সেই পথ। যে পথই মানুষ বেছে নিক না কেন, সেই যে দ্বিতীয় পথটি ছেড়ে জীবন একটি পথ বেছে নিল, কিছু দূর এগিয়ে গেল, সে পথেই যে তাকে যেতে হবে – জীবন যে একটাই।

অজানা's avatar

About abakprithibi

I see skies of blue and clouds of white, The bright blessed day, the dark sacred night And I think to myself what a wonderful world...........
This entry was posted in Inspirational and tagged , , . Bookmark the permalink.

2 Responses to দুই পথ (Two roads)

  1. Maniparna Sengupta Majumder's avatar Maniparna Sengupta Majumder বলেছেন:

    বাঃ, খুব ভাল লাগলো… 🙂

এখানে আপনার মন্তব্য রেখে যান