. . .
অবাক পৃথিবী (Abak-Prithibi) - Bangla Blog
February 2009, Cannes, France
লাল গালিচায় হাঁটার জন্যে সারা পৃথিবীর রুপোলী পর্দার তারকার ভিড় হয় ফ্রান্সের এই সমুদ্র শহর কান্স-এ। তাই সারা পৃথিবীর সংবাদ মাধ্যমের ক্যামেরা তাক করা থাকে এই শহরের তারকা, চলচিত্র পরিচালক, প্রযোজক ভিড়ের দিকে। সেই সময়ে পাপারাতজির গোপন ক্যামেরা এই শহরের আনাচে কানাচে। ১৯৪৬ সাল থেকে শুরু করে প্রতিবছর এখানে মহা সমারোহে আন্তর্জাতিক চলচিত্র উৎসব হয় সে তো জেনেই এসেছি আমাদের দেশের সদা সক্রিয় টেলিভিশন চ্যানেলের জন্যে।
কিন্তু, অন্য সময়ে কান্সের যে এক সহজ, শান্ত, সুন্দর রূপ থাকতে পারে তা এখানে না এলে জানা যেত না। সকালেই এখানে পৌঁছেছিলাম, কান্স শহরটি তখনও ফেব্রুয়ারির ঠাণ্ডা সকালের আড়মোড়া ভেঙ্গে পুরো জেগে ওঠে নি।
এখানে চলচিত্র উৎসবের সময়টুকু ছাড়া অন্য সময় দিন চলে ধীর শান্ত গতিতে, নিজের ছন্দে। মেডিটেরিয়ান সমুদ্র লাগোয়া দামী হোটেলের প্রাইভেট বীচে গা এলিয়ে দেওয়া মানুষ, টুরিস্টদের চলা ফেরা, সমুদ্র ঘেঁষা বড় রাস্তা Promenade de la Croisette
View original post 199 more words