প্যারিসের আনাচে কানাচে নানান অলি গলিতে কত যে ইতিহাসের স্পর্শ আছে তা বোধহয় প্যারিস বিশেষজ্ঞরাই বলতে পারে। আমরা বাইরে থেকে গিয়ে যা দেখি, যত টুকু পারি আমাদের ভ্রমণ-অভিজ্ঞতার ঝুলিতে ভরে নি। প্যারিসের বিশাল টুরিস্ট ম্যাপ হাতে নিয়ে প্রায় দিনই প্যারিসের গলি খুঁজিতে হারিয়ে যাই, এক অচেনা শহরকে আবিষ্কারের নেশায় ঘুরে ফিরি।
প্যারিসের 5th arrondissement সিয়েন নদীর বাঁ তীরের এক ঐতিহাসিক জায়গা।এখানে যে কোন দিকে দু’পা ফেললেই কোন না কোন এক ঐতিহাসিক স্থাপত্যের মুখোমুখি হতে হয়। এই অঞ্চলকে Latin Quarter ও বলা হয়, কারণ এখানেই প্যারিসের সমস্ত নাম করা ঐতিহাসিক ইউনিভার্সিটি আছে, Latin Quarter নামটি Latin ভাষা থেকে এসেছে। সেই সময় Latin ভাষাই ছিল ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীদের মুখ্য কথ্য ভাষা। ইতিহাসের গহন ধাঁধায় উঁকিঝুঁকি না দিয়েও ইতিহাসের নিদর্শন ঐতিহাসিক এই বিশাল বিশাল স্থাপত্যের বর্তমান উপস্থিতিকে প্রশংসা না করে পারা যায় না।
প্যারিসের এক সন্ত, St. Geneviève র নামে এক পাহাড় -Montagne Sainte-Geneviève র কোলে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে 6th century তে তৈরি প্যারিসের Saint-Étienne-du-Mont চার্চ। এই অঞ্চল প্যারিস শহরের প্রাণকেন্দ্রও বলা যেতে পারে, অনেক ব্যস্ততা, ও ভিড়ের মাঝে এই চার্চের উপস্থিতি বহু টুরিস্টকে ঠিকই আমন্ত্রণ জানায়। পাথরে বাঁধানো পথের ধারে ছোট্ট চার্চের শৈল্পিক সৌন্দর্য, প্যারিসের পুরনো দিনের আমেজ এই অঞ্চলের বাতাসে – যেন কোন এক গহন অতীত, আধুনিক সময়ে এসে এখানে থমকে দাঁড়িয়েছে, আর আজ আমরা সেই অতীত সময়ের নবীন সাক্ষী।