তুলুসের দেওয়াল ছবি – গ্রাফিতি (Graffiti, Toulouse, France)

October 2013, Toulouse, France

প্রাগৈতিহাসিক সময় থেকে মানুষ তার বেঁচে থাকার ছবি এঁকে ছিল গুহার দেওয়ালে। বুদ্ধিমান মানুষ তাঁর অস্ত্বিতের ছাপ রেখে গিয়েছিল দেওয়ালে দেওয়ালে। ছবি আঁকা মানুষের বহু প্রাচীন এক সত্ত্বা, মানুষের ভাব প্রকাশের মাধ্যম বদলেছে যুগে যুগে কিন্তু ছবি আঁকার তৃষ্ণা মেটে নি, ছবির মাধ্যমে তাঁর প্রতিবাদের ভাষা বদলায় নি। আর সেই সব ছবির ক্যানভাস যদি হয় শহরের দেওয়াল তাহলে তো কল্পনা শক্তির দৌড় কোথায় গিয়ে বাঁধ মানবে জানা নেই শিল্পীর।

ইউরোপের নানা শহরে অনেক দেওয়ালে দেখেছি বিশাল বিশাল বিচিত্র ছবি আঁকা থাকে, কখনো মনে হয় শুধুই শিশুর আঁকিবুঁকি, আবার কোথাও কোথাও দেওয়াল জুড়ে অদ্ভুত উন্নত মানের ছবি আঁকা থাকে। গ্রাফিতি এক প্রাচীন শিল্প, তবে সময়ের সঙ্গে সঙ্গে মাধ্যম বদলেছে। এখন বিশেষত স্প্রে দিয়ে ছবি আঁকা হয়। খোলা আকাশের নীচে, বাইরের দেওয়ালে আঁকা ছবি রোদ, জল, বৃষ্টিতেও অম্লান।

এই দেওয়াল ছবি যেন কোন কোন শহরের প্রান, কোথাও কোথাও প্রায় ১০ হাজার স্কোয়ার ফিট জুড়ে ছবি আঁকা থাকে। উন্নত মানের রঙ দিয়ে আঁকা সেইসব ছবি কখনো প্রতিবাদের ভাষা, কখনো রাজনৈতিক বা সামাজিক প্রতিচ্ছবি আবার কখনো কোন কমিক চরিত্র বা শুধুই ছবি। এই ছবি অনেকটা ইউরোপিয়ান হিপ হপ কালচারের সঙ্গে জড়িত।

সাধারণত গ্রাফিটি আর্টিস্ট অনামি থাকতেই পছন্দ করে, যদি গ্রাফিতি ছবি কোন সিস্টেমের বিরুদ্ধে হয়, তখন অনেক সময় রাতের অন্ধকারে মাস্ক পড়ে লোক চক্ষুর অগোচরে দেওয়াল জুড়ে ছবি আঁকে এই আর্টিস্টরা। সাধারণত বিশাল দেওয়ালে দল বেঁধে একই ছবি আঁকতে আঁকতে জুড়ে দেয় ছবি ও নিজেদের ছদ্মনামে ছবির নীচে সই করে। মানুষের সঙ্গে ছবির মাধ্যমে আর্টিস্টের নিজের চিন্তার সাথে জুড়ে দেওয়ার এই অসীম, অনন্ত ক্যানভ্যাসে রঙের বিন্যাস দেখে আশ্চর্য হতেই হয়। যদিও এই গ্রাফিতি আর্টিস্টদের সঠিক আর্টিস্টের মর্যাদা দেওয়া হয় না, বেশীরভাগ সময় অনামিই থাকে, তবুও এই শিল্প কলা এতো সজীব, এতো প্রাণবন্ত যে উপেক্ষা করার উপায় নেই। নজর পড়বেই এই সব অদ্ভুত ছবির দিকে।

তুলুসের অনেক জায়গায় গ্রাফিতি দেখে থেমে যাই। ইউনিভার্সিটির ভেতরে অনেক দেওয়ালে মাঝে মধেই দেখি নতুন নতুন গ্রাফিতি ছবি আঁকা হয়েছে। তুলুসকে ছাত্রদের শহরও বলা যায়, তাই তুলুসের প্রতিটি গ্রাফিতির মধ্যে ছাত্রদের প্রাণচঞ্চল কল্পনা শক্তির প্রকাশ দেখা যায়। তুলুসের গ্রাফিতিতে কখনো তুলুসের সেতু Pont Neuf এর কমিক ছবি বা অনেক সময় শুধুই কমিক চরিত্রের কাল্পনিক ছবি নজর কেড়ে নেয়। মাসে মাসে সেইসব গ্রাফিতি আবার বদলে যায়। মনের আনন্দে দেওয়াল জুড়ে ছবি এঁকে যায় গ্রাফিতি আর্টিস্ট। কোন একদিন সকালে দেখি সম্পূর্ণ নতুন ছবি আঁকা হয়ে গেছে।

ক্যানাল দু মিদির পাশ দিয়ে যে রাস্তা গেছে, সেখানে অনেক দিনই দুপুরে দেখেছি একদল গ্রাফিতি আর্টিস্ট একমনে দেওয়ালে ছবি আঁকছে। অদ্ভুত অদ্ভুত ছবি ফোটে ওঠে স্প্রে দিয়ে। মোট কথা কল্পনা শক্তির অদ্ভুত প্রকাশ এই গ্রাফিতি মানুষের রঙিন প্রতিবাদ বা রঙিন স্বপ্ন ছবি।

অজানা's avatar

About abakprithibi

I see skies of blue and clouds of white, The bright blessed day, the dark sacred night And I think to myself what a wonderful world...........
This entry was posted in Europe, France, Travel and tagged , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to তুলুসের দেওয়াল ছবি – গ্রাফিতি (Graffiti, Toulouse, France)

  1. Anik Chaudhury's avatar Anik Chaudhury বলেছেন:

    excellent writing…………..keep it up…..

এখানে আপনার মন্তব্য রেখে যান