শীত নামছে


শীত নামছে, মানে একে একে শীতের কাপড় গুলোও আলমারি থেকে নামছে  – শীতের কাপড়ের ভাঁজে ভাঁজে যে নস্টালজিয়া মুড়ে রাখা থাকে – শীতের কাপড়ের ভাঁজে স্মৃতিরা কেমন যেন লুকিয়ে থাকে – উফ্‌, ভাঁজ খুললেই কতো শীতের নরম রোদের দুপুরের স্মৃতিরা হুড়মুড় করে সামনে এসে দাঁড়ায়।

মা ঠাকুমার হাতে বোনা সোয়েটার – একটু ছোট হয়ে গেছে – তবুও কতো স্মৃতিময়, মায়াময়। ওদের হাতের ছোঁয়ার ওম যেন এখনো সোয়েটারে জড়িয়ে আছে। সেই কাছের মানুষ গুলোর মুখ এখন সময়ের কুয়াশায় ঝাপসা – তবুও ওদের হাতের তৈরি সোয়েটারের রং এর উজ্জ্বলতা মোটেও ঝাপসা নয়।

শীত মানেই যেন পুরনো সময়কে ছুঁয়ে দেখা, পুরনো সময়ের কাছে যাওয়া – একটু ফিরে দেখা।

অজানা's avatar

About abakprithibi

I see skies of blue and clouds of white, The bright blessed day, the dark sacred night And I think to myself what a wonderful world...........
This entry was posted in Uncategorized and tagged , . Bookmark the permalink.

এখানে আপনার মন্তব্য রেখে যান