সদ্য কাটা গাছের ডাল



সদ্য কাটা গাছের ডাল দেখে মনে হয় – সে সব সবুজ হারিয়েছে, হারিয়েছে জীবন।



বসন্ত আসে, সময় গড়িয়ে যায় অন্য এক সময়ে – সেই কাটা গাছের শুকনো ডালের বুক চিড়ে এক কণা সবুজ উঁকি দেয় – জীবনের খোঁজ করে – বলে – আছি আমি, এখনো আছি। রোদ পড়ে। একটু একটু করে আলোর দিকে হাত বাড়ায় সেই এক কণা সবুজ – উফফ্‌ – পৃথিবীর বুকে বেঁচে থাকার জন্যে প্রানের এক অদ্ভুত লড়াই চলে – এই তো জীবনের প্রেরণা। লড়াই কখনই ছাড়তে নেই।



জীবন যতই শুকনো হোক, যতই অর্ধেক হোক – তবে সেই শুষ্কতার ক্ষত,অর্ধেক হওয়ার ক্ষত তো যাবে না, দাগ যাবে না, সেই চিহ্ন রয়ে যাবে – কিন্তু সেই ক্ষতকেই কেন্দ্র করে নতুন্ন জীবন উঁকি দেয়। কাঁটা ডালের স্মৃতিচিহ্ন কে বজায় রেখেই গাছ আবার নতুন ভাবে বাঁচার চেষ্টা করে। হোক না সে যতই ছোট – তবুও বাঁচতে তাকে হয়।   



অজানা's avatar

About abakprithibi

I see skies of blue and clouds of white, The bright blessed day, the dark sacred night And I think to myself what a wonderful world...........
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

এখানে আপনার মন্তব্য রেখে যান