February 2009, Murren, Switzerland
প্যাচ প্যাচে গরমে ফ্যানের নীচে ঘামতে ঘামতে “On her majesty’s secret service” সিনেমায় যখন দেখেছিলাম, জেমস বন্ড তুষার ধবল পাহাড় চূড়ায় স্কি করতে করতে ভিলেন তাড়া করছে বা গাড়িতে করে তুষারে ঢাকা সুন্দর সুইস গ্রামে পৌঁছে গেছে, স্বভাবতই মানসিক ভাবে সেই গ্রামে বহু আগেই পৌঁছে গিয়েছিলাম। সিনেমার পর্দায় সুইজারল্যান্ডের দৃশ্যে মুগ্ধ ছিলাম, মনে হত পৃথিবীর স্বর্গ সুইজারল্যান্ড।
সেই সুপ্ত মনের বাসনা যে পূর্ণ হবে, তা ভাবিনি। ফেব্রুয়ারির এক সকালে সুইজারল্যান্ডের মুড়েন গ্রামে পৌঁছে নবকুমারের মত বলতে ইচ্ছে হল – আহা কি দেখিলাম জন্ম জন্মান্তরেও ভুলিব না।
অপূর্ব সুন্দর! সুন্দরকে অনেক বেশী সুন্দর বলার জন্য যদি আরও উপমা থাকতো বলে ফেলতাম। ৫৪১৩ ফিট উচ্চতায় শান্ত নিঝুম গ্রামটি সারা রাতের তুষারপাতের বোঝা নিয়ে সাদা হয়ে দাঁড়িয়ে আছে। এই গ্রাম থেকে Bernese আল্পসের Eiger, Mönch এবং Jungfrau এই তিনটে পাহাড় চূড়া দেখা যায়। মাইনাস দশ ঠাণ্ডায় সকাল যেন থমকে গেছে। সূর্য উঠি উঠি করেও উঠতে পারছে না, বার বার কিছু হালকা মেঘ এসে ঢেকে দিচ্ছে সূর্যকে।
রাস্তায় জমে থাকা বরফ পরিষ্কার করার জন্যে কয়েকজন সমানে কাজ করে চলেছে। গরম নুন জল ছিটিয়ে রাস্তা লোক চলাচলের উপযোগী করে চলেছে। এই গ্রামে দরকার ছাড়া কোন গাড়ি চলে না। cable car ই এই গ্রামের যোগাযোগ ব্যবস্থা। নিচের Stechelberg থেকে কেবল কার পৌঁছে দেয় এখানে। উপরে Schilthorn ও যাওয়া যায় এখান থেকে এই কেবল কারে।
এই গ্রামের জনসংখ্যা মাত্র ৪৫০, কিন্তু এই গ্রামের মানুষ এতোই অতিথি পরায়ণ যে ২০০০ টুরিস্টদের থাকার ব্যবস্থা করে ফেলে অনায়াসে। শুধু কি থাকা? খাওয়া দাওয়া, পাহাড়ি পথে হাঁটা, খেলা ধূলার সমস্ত ব্যবস্থা আছে এই গ্রামে। শীত-গরম, সারা বছরই অতিথি আপ্যায়ন করে এই গ্রামের মানুষ। এই গ্রামে এমনও মানুষ আছে যারা চার বংশ পরম্পরায় হোটেল চালিয়ে চলেছে, এই গ্রামের বাইরে কখনোই পা বাড়ায় নি।
আমরা গরমের দেশের মানুষ, সমতলের মানুষ, এখানে বেড়াতে এসেছি। যা দেখি তাই ভালো লাগে। শুকনো গাছের ডালে কুচি কুচি তুষার জমা থেকে শুরু করে আল্পসের ধবল পাহাড় চূড়া সবই ভালো লাগে। পৃথিবীর এই সৌন্দর্যকে কি ভাবে যে শ্রদ্ধা জানাই, প্রশংসা করি তা কিছুতেই ভেবে পাই না। বাইরের সাদা পৃথিবী যেন আমাদের হাতছানি দেয়। নিঝুম এই গ্রামে সাদা তুষার পথ ধরে হেঁটে যাই, মাঝে মাঝে কুয়াশার দল ছুঁয়ে যায়। দূরে দেখি আল্পসের পাহাড় সারির চূড়া। ভালো লাগে।
Egulo pore nijer o likhte ichchhe korche
Awesome pictures.regards.jalal
Thanks for comment. Glad that you liked. regards.