ডিসেম্বরের মাঝামাঝি কোন এক ছুটির সকাল যদি শুরুই হয় উজ্জ্বল ঘন নীল হয়ে – তখন তুলুস বাসীদের মধ্যে অনেকেরই বোধহয় ঘরে মন টেঁকে না। গলির মোড়ের ভিখারির বাজনাতেও যেন বাজে সুখের সুর, আনন্দের ছন্দ। এমনি দিনে যখন সকালের নরম সোনালি রোদ ছুঁয়ে দিয়ে যায় তুলুসের জীবন যাপনকে, বেঁচে থাকাটাকে, সাধারণ জীবন যাপনটাকেই যেন বড় মধুর বলে মনে হয়। শুনেছি ইউরোপে মানুষের মনের সুখ জড়িয়ে থাকে সূর্যের আলোর সঙ্গে – এখানে এসে দেখি কথাটা এক্কেবারেই মিছে নয়।
শীতের উজ্জ্বল সোনালি রবিবারের সকালে তুলুসের স্থানীয় বাজারে ফরাসী মানুষের কেনাকাটার সুখের ছবি দেখা, সুখী গৃহী ফরাসী মানুষদের দেখা দেখি করে ব্রেড কেনা দেখা, বাজারের ফুলের দোকানে হাজার ফুল সাজানো দেখা, ঘুরে ঘুরে বাজার করা, প্রচুর জিনিস দেখা, বাজারের ফাঁকে রাস্তার পাশের ক্যফেতে বসে বাজনা শুনতে শুনতে গরম কফির কাপে চুমুক দেওয়ার মধ্যেই যেন এখানের মানুষের জীবনের যত মহার্ঘ্য সুখ লুকিয়ে থাকে।
আর তুলুসে এসে ফরাসী মানুষের সেই দৈনন্দিন সুখের ছবি দেখতে অন্তত একবার Place Jeanne D’Arc এ আসতেই হয়। Jeanne D’Arc এর ঘোড়ায় চড়া ব্রোঞ্জ স্ট্যাচুর নীচে ও প্ল্যান গাছের সারি লাগানো বড় রাস্তার দু’পাশে বসে স্থানীয় বাজার, সকাল ছটা থেকে শুরু হয়ে দুপুর দু’টো পর্যন্ত এই বাজারের আয়ু – সেই সময় এই পথে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।
পাশেই ভিক্টর হুগো মার্কেট – তুলুসের বিখ্যাত বাজার, এই জায়গা যেন তুলুস বাসীর ছুটির দিনের যাবতীয় সুখের ঠিকানা, তুলুস বাসীদের কেনা কাটা থেকে শুরু করে খাওয়া দাওয়া সবই এখানে সারা হয়ে যায়। তাই, এই জায়গা তুলুসের অন্যতম টুরিস্ট গন্ত্যব্য, সকালের শুরুতেই হাতে ম্যাপ হাতে প্রচুর টুরিস্ট এই পথে চলাফেরা শুরু করে দেয়।
বিশ্বায়ন যতই বড় বড় সুপার মার্কেটের জন্ম দিক না কেন, ফরাসীরা যেন সেই স্থানীয় বাজারকেই ভালোবাসে। দেখেছি, অনেক ফরাসী জীবন যাপনের ব্যাপারে খুবই নস্টালজিক, পুরনো দিন, পুরনো গান, পুরনো ছবি, পুরনো আসবাব পত্র খুবই ভালোবাসে। এমনও অনেক বয়স্ক ফ্রেঞ্চকে দেখেছি, যে কিনা জীবনে কোন সুপারমার্কেটে যায় নি, স্থানীয় চাষিদের কাছ থেকেই জিনিস কেনে।
এখানে দেখেছি ফরাসীরা জীবনের খুবই ছোট ছোট জিনিসকে গুরুত্ব দিয়ে দৈনন্দিন জীবন যাপনকে নানা ছোট ছোট সুখের বাঁধনে বেঁধে ফেলতে চায়। উজ্জ্বল সোনালি রবিবারে বাজারে গিয়ে মানুষ যখন এক তোড়া ফুল কিনে হাসিমুখে ফেরে – এক সুখের ছবি, আনন্দের ছবি তৈরি হয়, আর মানুষের সেই আনন্দ, ভালো লাগা যেন সংক্রামিত হয়ে ছড়িয়ে পড়ে চারিদিকে, এমনি ঘন নীল উজ্জ্বল দিনে বাতাস যেন ‘সবাই ভালো থাকুক, সুখে থাকুক’ এই শুভেচ্ছা বার্তা বহন করে ফেরে।