মাঝে মাঝে ইউরোপের কোন কোন মিউজিয়ামে ঢুকে কেমন যেন অপার্থিব বলে মনে হয়। আজকের বাস্তব জগত থেকে বহু বহু দূরের এক অতীত, অকল্পনীয় পৃথিবীর খোঁজ দেয় এই সমস্ত মিউজিয়াম। আমরা যখন নিজস্বতা ভুলে অন্যকে অনুকরণের আপ্রান চেষ্টা করি ওরা তখন নিজেদের অতীত অস্ত্বিত্ব ও শিল্প সংরক্ষণের কাজে ব্যস্ত।
সে যাইহোক, প্যারিসের মিউজিয়াম বলতেই ল্যুভরের কথাই মনে হয়, কিন্তু প্যারিসের আনাচে কানাচে কত যে মিউজিয়ামের অস্তিত্ব আছে তা প্যারিসে না গেলে জানা যায় না। হতে পারে মোনালিসার মত নামী দামী শিল্প ওদের নেই কিন্তু প্র্যত্যেক মিউজিয়াম স্বকীয়তা বজায় রাখে, নিজস্ব গঠনশৈলীতে প্র্যতেকেই অনন্য।
প্যারিসে সিয়েন নদীর দক্ষিণে 5th arrondissement এর আরেক আকর্ষণ Musée National du Moyen Age যার পুরনো নাম ছিল Musée de Cluny, নামেই বোঝা যায় ইউরোপের ইতিহাসের মধ্যযুগীয় শিল্পের সংগ্রহ, যত্ন ও আদর এই মিউজিয়ামের লক্ষ্য। ১৮৪৩ এ French State দ্বারা তৈরি এই মিউজিয়ামে মধ্যযুগের শিল্পকলা, ভাস্কর্য, কার্পেট শিল্প, কাঁচ শিল্প সবই বর্তমান।
এই মিউজিয়ামের এক বিখ্যাত সংগ্রহ The Lady and the Unicornকার্পেট শিল্পের টানে অনেকেই এখানে ভিড় করে।
নানা সময়ের শিল্পের ইতিহাস সহ এই মিউজিয়ামের গায়ে গায়ে জড়ানো গথিক স্থাপত্যের নমুনা। পড়ন্ত বেলার শেষ হলুদ আলো যখন এই মিউজিয়ামের আঙিনায় লুটিয়ে পড়ে, এক অদ্ভুত নিঃসঙ্গতা, একাকিত্ব বোধ, এক আদিমতা, এক স্মৃতিমেদুরতা ঘিরে ধরে।